সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদার, কলকাতা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে নার্সিং পড়ুয়াদের কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। এই নিয়ে গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজে ধুন্ধুমার। বিক্ষোভ দেখালেন নার্সিং পড়ুয়ারা। অভিযুক্ত কর্ণধার-সহ ২ জনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।


কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ: প্লেসমেন্টের প্রতিশ্রুতি দিয়ে ভর্তি করে, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল গড়িয়া স্টেশন রোডের বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে। বোর্ডে লেখা, এখানে নার্সিং, প্যারা মেডিক্যাল, ফিজিওথেরাপি, ফার্মাসি থেকে শুরু করে হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের অভিযোগ, কোর্স শেষে প্লেসমেন্টের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের ভর্তি করা হয়। এর জন্য পড়ুয়াদের কাছ থেকে ১-২ লক্ষ টাকা নেওয়া হয়েছে। কিন্তু প্রশিক্ষণ শেষে শংসাপত্র মেলেনি। এমনকী, বেসরকারি নার্সিং কলেজের কোনও অনুমোদনই ছিল না বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা।

প্রতারণার অভিযোগে সোমবার রাতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ দেখান নার্সিং পড়ুয়ারা। কলেজ কর্মীদের সঙ্গে হাতাহাতি বেধে যায় পড়ুয়াদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। এক নার্সিং পড়ুয়া নিশা সর্দার বলেন, "একবারও বলাও হয়নি যে, আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। যখন পরে এসে চাইলাম ডক্যুমেন্টস, কী বললেন না, ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডক্যুমেন্টস। সেটার জন্য আমরা কন্যাশ্রীর টাকা পাইনি, স্কলারশিপের টাকা পাইনি, কিচ্ছুর টাকা পাইনি। আমরা কোনও কলেজে ভর্তি হতে পারিনি।''

এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজের কর্ণধার ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। ধৃত মানিকলাল জানা বলেন, "কোনও টাকা নেওয়া হয়নি। এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে, পড়ব না, আমাদের টাকা ফেরত দিন। টাকা ফেরত দেওয়া হয়েছে, চেকে।যারা পড়বে না, তারা টাকা ফেরত চাইছে, দেওয়া হচ্ছে।''                                                     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jalpaiguri News: উত্তরবঙ্গে আরও এক ধর্মীয় সংস্থার জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি