রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রামকৃষ্ণ মিশনের জমির পর আরও এক ধর্মীয় সংস্থার জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়ার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কড়া বার্তার পরেও জলপাইগুড়িতে জমি মাফিয়া দৌরাত্ম্যের অভিযোগ উঠল। জমি উদ্ধারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করা হল ধর্মীয় সংস্থার তরফে।           


আরও এক ধর্মীয় সংস্থার জমি দখলের অভিযোগ: শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের পর, উত্তরবঙ্গে আরও এক ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ উঠল মাফিয়ার বিরুদ্ধে। ভুয়ো দলিল তৈরি করে জমি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তোলা হল প্রতিষ্ঠানের তরফে। অভিযোগপত্র পৌঁছল মুখ্যমন্ত্রীর কাছে। জলপাইগুড়ির গোশালা মোড়ে রয়েছে শ্রী বৈকুণ্ঠনাখ পিঞ্জরাপোল নামের এই গোশালা। যা তৈরি হয়েছিল ১৯১১ সালে। এর অধীনে রয়েছে এলাকা সংলগ্ন বিস্তীর্ণ জমি। যার মধ্যে, একটি অংশ রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া জায়গায়। ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে ১৭ বিঘার একটি প্লট।                                        


গোশালার সদস্যদের অভিযোগ, সম্প্রতি তাঁরা ওই ১৭ বিঘা জমির প্লট গার্ড ওয়াল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু করেন। সেইসময়ই তাঁরা জানতে পারেন ভুয়ো দলিল তৈরি করে বিক্রি করে দেওয়া হয়েছে প্লট। শুধু তাই নয়, এই ধর্মীয় সংগঠনের আরও দাবি, মে মাসে BLLRO-র দফতরে লিখিত অভিযোগ করা হয়। কিন্তু, জমি উদ্ধারে গড়িমসি করছেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক। জলপাইগুড়ি সদরের BLRO রাজু তামাং-এর তরফে বক্তব্য, তিনি আজই কাজে যোগ দিয়েছেন। পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখা হবে। গোশালার সম্পাদক দীপককুমার বিহানি বলেন, "এই জমিটার মধ্যে আমাদের আরেকজন শরিক ছিল। ও যখন বিক্রি করেছে তখন নিজের অংশ করেছে প্লাস আমাদেরটাও করে দিয়েছে। এখানে অনেকে ব্যারিকেড করছিল, জমি দখল করে নিচ্ছিল। এখনও অবধি যেখানে ছিলাম সেখানেই আছি। কোনও সুরাহা পেলাম না।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।



আরও পড়ুন: Kolkata Market Price: টাস্ক ফোর্স বাজারে ঢুকতেই কমছে দাম, বেরোলেই চড়া আনাজ; অভিযোগ ক্রেতাদের