কলকাতা: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। সমাজমাধ্যমে সরব হয়েছেন অভিযোগকারিণী মহিলা সাংবাদিক। তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
যৌন হেনস্থার অভিযোগ: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন, এক মহিলা সাংবাদিক। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগও দায়ের করা হয়েছে। মহিলা সাংবাদিকের দাবি, রবিবার তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। যা নিয়ে ফেসবুক লাইভেও সরব হন মহিলা সাংবাদিক। অভিযোগকারী সাংবাদিক বলেন, "অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে, হাতে হাত দিয়েছেন বা একটা ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।''
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিপিএম নেতা। তন্ময় ভট্টাচার্য বলেন, "মেয়েটি বলছে আমার কাছে প্রায়ই যায়। যদি প্রায়ই আসে, আর আমি যদি এরকম আচরণ করি, তাহলে আসবে কেন? ওর মালিককে অভিযোগ করবে না কেন? থানায় অভিযোগ করবে না কেন? আমার বিরুদ্ধে আমার পার্টিতে অভিযোগ করবে না কেন? এসবগুলো রাস্তাই তো খোলা ছিল। বহুদিন ধরে চিনি। আমি বলছি তো, ও অন্তত ১৫ বার আমার বাড়িতে এসেছে ইন্টারভিউ নিতে। আমি কি পাগল, নাকি আমি উন্মাদ। আমার খেয়ে দেয়ে কাজ নেই, একজন সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে এসেছে, আমি গিয়ে তাঁর কোলে বসে পড়ব?''
ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে বরানগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪
ও ৭৫-এর ২ ধারায় মামলা রুজু হয়েছে। ২টি ধারাই জামিন অযোগ্য। সিপিএম নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠা মাত্রই সরব হয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডলে প্রথমে অভিযোগকারী সাংবাদিকের বক্তব্য পোস্ট করেন কুণাল ঘোষ। পরবর্তী পোস্টে তিনি প্রশ্ন তোলেন, "কেন এখনও তন্ময় ভট্টাচার্য গ্রেফতার হননি? পশ্চিমবঙ্গ পুলিশ, অনেক আগেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্যাতিতা সাংবাদিক বয়ান দিয়েছেন। তারপরেও কেন গ্রেফতার নয়? আমরা রাজনীতি করতে চাই না। না হলে সটান থানায় যেতে পারতাম। পুলিশ কেন এখনও সিপিএমের কমরেডটিকে গ্রেফতার করেনি? জামিনের পর না হয় মীনাক্ষীরা ফুল-মালা নিয়ে সম্বর্ধনা দিতে যাবে। কিন্তু আগে গ্রেফতার করে তরুণীকে ন্যায়বিচার দিন।''
এদিকে দলীয় নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই, পদক্ষেপ করে আলিমুদ্দিন স্ট্রিট। প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে, মেয়েটির প্রতি যে আচরণ করেছে, সেটা খুবই গর্হিত। পার্টি কিছুতেই সেটাকে সমর্থন করে না। কেউ এটাকে ভাল চোখে দেখবেন না এবং আমরা ক্ষমার চোখে এগুলো দেখি না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।