কলকাতা: রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Chinar Park Fire)। রাত ১২টা নাগাদ চিনার পার্কে বহুতলের তিনতলায় আগুন লাগে। বহুতলের একতলায় বিউটি পার্লার, ওপরের তিনটি তলায় স্পা রয়েছে। বহুতল বন্ধ থাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। আর এই ঘটনায় ফের একবার প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।
নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন: এ বছরের ১৭ মার্চ, গার্ডেনরিচের পাহাড়পুরে নির্মীয়মাণ বহুতল ভেঙে বেঘোরে মৃত্যু হয় ১৩ জনের। ৩১ মার্চ, বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হয় পাশের বাড়ির মহিলার। তারপরেও যে প্রশাসনের টনক নড়েনি চিনার পার্কের ঘটনা তার প্রমাণ। চিনার পার্কে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে এসেছে বেনিয়মের ছবি। বহুতলের গা ঘেঁষে তৈরি হয়েছে আরও একটি বহুতল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ও পাশের বহুতলটির মধ্যে ব্যবধান এক ফুটেরও কম। মাঝে শুধু একটা পাঁচিল। যা উসকে দিয়েছে চলতি বছরে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ের স্মৃতি। ফের প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি। প্রশ্ন উঠছে, নিউটাউনের মতো এলাকায় এভাবে গা ঘেঁষে বহুতল তৈরির অনুমতি কীভাবে মিলল? আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের।
গত রাতে আগুন লাগার পর পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রথমে কাচ ভেঙে পরিস্থিতি বাগে আনার চেষ্টা করেন। তাতে কাজ না হয়নি, উল্টে পাশের বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তখন শাটার ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। আশেপাশের বাড়ি থেকেই জল দেওয়ার কাজ শুরু হয়। শেষপর্যন্ত ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চলতি সপ্তাহে এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় ইলেকট্রনিক্স ও আলোর বাজারের একাংশ। স্থানীয় সূত্রে খবর, ওইদিন রাত ৮টা নাগাদ এজরা স্ট্রিটে কাঠের বাক্স তৈরির কারখানায় আগুন লাগে। সেখান থেকে দ্রুত ছড়াতে থাকে আগুন। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল পৌঁছলেও আগুনের উৎসস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। যা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় ব্যবসায়ীরা। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পরপর দোকান, গোডাউন। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রায় দু ঘণ্টা পর রাত দশটা নাগাদ, দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় খানিকটা নিয়ন্ত্রণে আসে আগুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kali Puja 2024: দু'লক্ষ টাকা নিয়ে চম্পট, প্যান্ডেল তৈরির নামে প্রতারণার অভিযোগ