সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় ব্যবসায়ীদের পথ অবরোধে ASI-কে নিগ্রহের অভিযোগ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে।


নীল জামা পরা এক ব্যক্তিকে পুলিশের জিপে তুলতে গিয়ে পড়ে গেলেন একজন। তখন তাঁর পিছনে অবরোধকারীদের ভিড়। মুহূর্তের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠে আবার নিজের ভূমিকায় অবতীর্ণ হলেন ওই ব্যক্তি। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ভাইরাল হয়েছে এই ভিডিও। এবিপি আনন্দ ভিডিওর সত্যতা যাচাই করেনি। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তকে গাড়িতে তোলার সময় যে ব্যক্তিকে পড়ে যেতে দেখা গিয়েছে তিনি দেগঙ্গা থানার ASI। 


পুলিশের অভিযোগ, সিভিল ড্রেসে ডিউটিতে থাকা ওই অফিসারকে ভিড়ের সুযোগে  নিগ্রহ করা হয়েছে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ASI-কে নিগ্রহের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তির সূত্রপাত এই বাড়িকে কেন্দ্র করে। দেগঙ্গার বেড়াচাঁপা বাজারে পুলিশ ফাঁড়ি গলিতে অবস্থিত এই বাড়ি, যেখানে তিরিশটি দোকানঘর ভাড়া নিয়েছেন ব্যবসায়ীরা। 


তাঁদের অভিযোগ, ভিত বসে যাওয়া সত্ত্বেও বাড়িতে অবৈধ ভাবে চারতলা তুলেছেন বাড়ির মালিক। সেই চাপ সামলাতে না পেরে দেওয়ালে যত্রতত্র ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দোকানঘর। 


বেড়াচাঁপা বাজারের ব্যবসায়ী মুজফ্ফর রহমানের কথায়, এটা পুলিশ ফাঁড়ি গলি। পুলিশের ফাঁড়ি আছে। অথচ বিল্ডিংয়ের পারমিশন নেই। তবু চারতলা উঠে গিয়েছে। ক্যান্টিলেভার ঝুলে আছে।যে কোনও সময় দোকান ভেঙে পড়তে পারে। প্রতিবাদে শনিবার বেড়াচাঁপার দেগঙ্গা মোড়ে টাকি রোডের ওপর চেয়ার টেবিল নিয়ে বসে অবরোধ করেন তাঁরা। পুলিশ অবরোধ তুলতে গেলে এক ASI-কে নিগ্রহের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ২০ মিনিটের মাথায় অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। 


আরও পড়ুন: দীর্ঘদিন বন্ধ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যালের ক্যাথ ল্যাব, দুর্ভোগ রোগীদের


আরও পড়ুন: Bengal Flood: 'বন্যার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, কুর্সি বাঁচাতে ৫০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন', মমতাকে আক্রমণ শুভেন্দুর