সৌভিক মজুমদার, কলকাতা: নবান্ন অভিযানে পুলিশের বাধার অভিযোগ পদ্ম শিবিরের। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই ঘটনায় স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। এই ঘটনায় ১৯ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। এদিন শান্তিরক্ষা করতে নির্দেশও দেওয়া হয়েছে হাইকোর্টের (Calcutta High Court) তরফে। তবে সম্পত্তি নষ্টের ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
মহিলা কমিশনের টুইট:
বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’। বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women )। মহিলা কমিশনের পদক্ষেপ করা উচিত, রিট্যুইট অমিত মালব্যর (Amit Malviya)।
আগেও অভিযোগ:
নবান্ন অভিযান নিয়ে সোমবার থেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল বিজেপি। তাদের কর্মী-সমর্থকদের উত্তরবঙ্গ থেকে আসতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ করা হয় বিজেপির তরফে। আলিপুরদুয়ার, কোচবিহারে বিভিন্ন স্টেশনে বিজেপি কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। সেই রেশ ধরেই মঙ্গলবারও বজায় থাকল একই অভিযোগ। এদিন সাঁতরাগাছিতে এবং অন্যত্র দেখা যায় পুলিশের দিকে ইট, পাথর ছুড়ছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের দিকেই পাথর-গুলতি ছুড়েছে বিজেপি। তারপরেই তারা পাল্টা প্রতিরোধ করেছে। বিজেপির দাবি, অভিযান রুখতে কোনওরকম প্ররোচনা ছাড়াই বিজেপি কর্মীদের উপর হামলা করেছে পুলিশ।
আরও পড়ুন: কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় CID-তে আস্থা, CBI-আবেদন খারিজ হাইকোর্টের