সৌভিক মজুমদার: কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সিআইডি তদন্তেই আস্থা রাখল হাইকোর্ট। কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক-সহ  বিজেপির একাধিক হেভিওয়েট নেতার। সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। সেই মামলাতেই এই নির্দেশ হাইকোর্টের।


সিআইডির উপরেই আস্থা:
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করবে CID। রাজ্যের তদন্তকারী সংস্থার উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এসএসসি (SSC)-র নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোলের মাঝেই, কল্যাণী AIIMS’এও বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। তাতে নাম জড়ায় বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের। এই চার বিজেপি নেতার সঙ্গেই মোট ৮ জনের নামে এফআইআর হয়েছে। এই মামলার তদন্তভার নেয় সিআইডি।  অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগে, বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ, বিজেপি বিধায়ক (BJP MLA) নীলাদ্রিশেখরের মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। এমনকী নীলাদ্রিশেখরকেও একাধিকবার ভবানীভবনে তলব করা হয়েছে। কিন্তু রাজ্যের তদন্তকারী সংস্থা CID-র তদন্তে ভরসা না রেখে, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি।মঙ্গলবার যা খারিজ করে দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। ফলে সিআইডি-র হাতেই থাকল তদন্তভার।


তৃণমূলের প্রতিক্রিয়া:
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,  'সিবিআই তদন্ত করলে ওরা রেহাই পেয়ে যেত, সেই কারণেই তো সিবিআই চেয়েছিল। ভালই হয়েছে, সিআইডি তদন্ত করবে।'


ভোট পরবর্তী হিংসা থেকে রামপুরহাট বগটুই হত্যাকাণ্ড। তা থেকে এসএসসি-র নিয়োগ দুর্নীতির অভিযোগ। একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও ছবিটা অন্য হয়েছিল আমতার আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর মামলায়। সেই মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। রাজ্য পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। এবার এবার কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রেও সিআইডি-র ওপরই আস্থা রাখল আদালত।


আরও পড়ুন: 'লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গিয়েছে', নবান্ন অভিযানকে কটাক্ষ মমতার