তুহিন অধিকারী, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধেই সরব হল তৃণমূল (TMC)। বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হলেন পঞ্চায়েতেরই উপপ্রধান ও সদস্যরা । যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। 


ফের টেন্ডার দুর্নীতির অভিযোগ ! পূর্ব মেদিনীপুরের (Purba Midnapur) রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলার য়খন তদন্ত করছে সিবিআই (CBI), তখন টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই সরব হল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে (Bishnupur)। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরব হলেন পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা। তাঁদের অভিযোগ, ই-টেন্ডার না করে ম্যানুয়াল টেন্ডার করে নিজের লোকেদের টেন্ডার পাইয়ে দেন প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়। টেন্ডার ডাকা হলেও অনেক প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন। এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলায় উপ প্রধানকে প্রধানের হুমকির মুখেও পড়তে হয়।


তদন্তের দাবি: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবং তদন্তের দাবি করে বিডিও ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের তিন পঞ্চায়েতের সদস্য ও উপপ্রধান। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। 


অযোধ্যা গ্রাম পঞ্চায়েত  প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, ওনারা যে অভিযোগটা করেছেন সেটা সমপূর্ণ ভিত্তিহীন। এরকম ভিত্তিহীন অভিযোগ বারবার করছেন। আমি বিডিও সাহেবের কাছে জানবো যে মিথ্যে অভিযোগ কেনো তিনি নিচ্ছেন। উপপ্রধান কে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন উপপ্রধান পঞ্চায়েতেই আসেন না। কোনো যোগাযোগ রাখেন না।


কটাক্ষ বিজেপির: তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল সরব হওয়ায় কটাক্ষ করেছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাসের কথায়, প্রধানের বিরুদ্ধে আমরাই প্রথম অভিযোগ সামনে আনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক প্রধান কেই সরিয়ে দিচ্ছেন। কিন্তু এখানে মনে হয় কাটমানি ঠিকঠাক পৌঁছে যাচ্ছে তাই যেখানেই অভিযোগ জানান কোনও কাজ হবে না।


বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় বলছেন, যে কোনো দুর্নীতি নিয়ে প্রশাসনকে যদি কেউ জানায় প্রশাসন প্রশাসনের কাজ করবে। যদি অভিযোগ প্রমাণ হয় দল তাকে উপযুক্ত সাজা দেবে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনাকে ঘিরে অস্বস্তিতে শাসক শিবির।