ঋত্বিক প্রধান, এগরা : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরায় (Egra) ধাক্কা খেল নন্দকুমার মডেল (Nandakumar Model)। এগরা ১ নম্বর ব্লকের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জয়ী হল তৃণমূল। ১২টি আসনের সবকটিতেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।


সবুজ আবির মাখিয়ে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করান তৃণমূলের কর্মী, সমর্থকরা। বিজেপির দাবি, ওই সমবায় সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল। ওখানে কৃষকরা নন, তৃণমূল কর্মীরাই যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করেন। তৃণমূলই তৃণমূলকে ভোট দিয়েছে। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


এই জয় নিয়ে এগরায় তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, নেগুয়া সমবায় সমিতিতে আজ রাম এবং বামের জোটকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস ১২টি আসনেই জিতেছে। রাম এবং বামের অনৈতিক জোট, অশুভ আঁতাত মানুষ বুঝে ফেলেছে। তাই, সমস্ত সমবায় সমিতির নির্বাচনে ওদের জোটকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। যে জোট অনৈতিক, কেবল স্বার্থের জন্যে করা তা কখনও টিকতে পারে না। তৃণমূল কংগ্রেস এই অশুভ শক্তিকে সবসময় পরাস্ত করবে। এই অনৈতিক জোটকে মানুষ পরাস্ত করবে।  


যদিও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অসীম মিশ্র বলেন, নামেই কৃষি উন্নয়ন সমবায় সমিতি। যেখানে সদস্য কলেজ পড়া ছাত্র-ছাত্রীরা। যেখানে সদস্য কৃষক নন, এরকম ব্যক্তিত্বরা। আসলে নিজেরাই নিজেদের ভোটে জিতেছেন। এতে এমন কিছু কৃতিত্বের বিষয় নেই।


আগে শুভেন্দুর-গড়ে জয়- 


গত ডিসেম্বর মাসেই শুভেন্দু অধিকারীর এলাকায় সমবায় সমিতির নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয় বিজেপি। নন্দীগ্রামে একটি সমবায় সমিতির ভোটে সবকটি আসনেই জয় পায় তৃণমূল। 


তৃণমূলের দখলে আসে নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি। ওই সমবায় সমিতির ১২টি আসনই তৃণমূলের দখলে যায়। শুভেন্দুর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ভেটুরিয়া সমবায় সমিতিতে একটিও আসন পায়নি বিজেপি।


নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভোট শুরুর আগেই বহিরাগতদের এনে জমায়েত করার অভিযোগ ঘিরে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি সমর্থকরা। আহত হন দুপক্ষের ৪ জন। মাথা ফাটে ভোটারের। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামলাতে এলাকায় নামাতে হয় ব়্যাফকে। এলাকায় বসেছে পুলিশ পিকেট।


আরও পড়ুন ; শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে বিপুল জয় তৃণমূলের, ফল বেরতেই তুলকালাম এলাকায়