Amarnath Cloudburst:  অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু পুণ্যার্থী। রাতভর চলেছে উদ্ধারকাজ। নতুন করে কারও দেহ উদ্ধার হয়নি ঠিকই, তবু চারিদিকে শুধুই আতঙ্কের ছবি। বিপর্যস্ত উপত্যকায় আটকে ত্রস্ত বাংলার পুণ্যার্থীরাও। বাড়ি ফেরার জন্য ছটফট করছেন তাঁরা। এদিকে হাতে আর টাকা নেই। কিন্তু তাঁবুতে তো থাকতে হবে। সেখানে বিনা পয়সায় আর আশ্রয় দিতেও চাইছেন না মালিকদের একাংশ। সবমিলিয়ে ক্রমেই বাড়ছে আতঙ্কের দিন-রাত্রি। এদিকে উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারেও। 


ভয়াবহ অবস্থার কথা জানাচ্ছেন কলকাতার বাসিন্দা 
অমরনাথে গিয়ে আটকে পড়েছেন পুলিশ কর্মী প্রবীর কর্মকার। ১ জুলাই পরিবার-সহ ৮০ জনের দলের সঙ্গে রওনা দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহের বাসিন্দা ওই পুলিশ কর্মী। ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, অমরনাথ দর্শনে যাওয়ার পথে আটকে পড়েছেন। ভয়াবহ অবস্থা। কপ্টারে উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে পুলিশ কর্মী-সহ গোটা দল। 

নিখোঁজ বারুইপুরের বর্ষা মুহুরি

শুক্রবার থেকে নিখোঁজ বারুইপুর থেকে যাওয়া এক কলেজ ছাত্রী। নিখোঁজ কলেজ ছাত্রীর নাম বর্ষা মুহুরি। পরিবারের লোকেরা জানিয়েছেন, গত পয়লা জুলাই বারুইপুর থেকে ৭ জনের একটি দল অমরনাথ যায়। সেই দলেই ছিলেন বর্ষা মুহুরি, তাঁর মা ও মামা। কিন্তু শুক্রবার মেঘভাঙা বৃষ্টির পর থেকেই কলেজ ছাত্রী বর্ষা মুহুরির কোনও খোঁজ মিলছে না। উদ্বিগ্ন পরিজনরা।

 

 টাকাপয়সা বিশেষ নেই : খড়দার বাসিন্দা
অমরনাথ-বিপর্যয়ে আটকে পড়েছেন বাংলার বহু পুণ্যার্থী। এদেরই একজন খড়দার বাসিন্দা মধুসূদন ভট্টাচার্য। ওই পর্যটকের দাবি, তাঁদের অনেকের কাছেই টাকাপয়সা বিশেষ নেই। এই পরিস্থিতিতে টেন্ট ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। টেন্ট মালিকরা চাপ দেওয়ায় বিপাকে পড়েছেন পুণ্যার্থীরা। বিক্ষোভও দেখাচ্ছেন তাঁরা। রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন পুণ্যার্থীরা। 


পহেলগাম অথবা বালতালের দিকে কোনও পুণ্যার্থীকেই যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জম্মুর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। বেস ক্যাম্পে আটকে রয়েছেন বহু পুণ্যার্থী। কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, জানতে পোর্টেবল ওয়াল রাডার প্রযুক্তি ও আর্থ মুভিং যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে।