জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগণা: বড়দিনের সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বকখালি (bakkhali) পর্যটনকেন্দ্র ভিড় উপচে পড়েছে। আমফান, ইয়াস, করোনা লকডাউনে পরে আবার নতুন করে সমুদ্র সৈকত বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনি থেকে শুরু করে সুন্দরবনজুড়ে (sundarban) পিকনিকের আয়োজন চলছে।  জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও প্রতিটি জায়গায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে।




এদিকে আজ বড়দিন। বড়দিন (Christmas 2021) উপলক্ষে পার্ক স্ট্রিটে (Park Street) মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী। থাকছে ওয়াচ টাওয়ার (Watch Tower), ড্রোনের (Drone) মাধ্যমে নজরদারির ব্যবস্থা। বিধাননগরেও (Bidhannagar) নেওয়া হয়েছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা। 


বড়দিন (Christmas 2021) ও বর্ষবরণের (New Year) জন্য প্রস্তুত পার্ক স্ট্রিট। প্রস্তুত কলকাতা পুলিশও। শুক্রবার রাত থেকেই আলো ঝলমলে পার্ক স্ট্রিটে ঢল নামে মানুষের। আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট।  কোথাও বসানো হয়েছে বড় ক্রিসমাস ট্রি। কোথাও স্বাগত জানাচ্ছে সান্তা।  অ্যালেন পার্কের (Allen Park) কাছে ব্যবস্থা করা হয়েছে লেজার শো-এর।


পার্ক স্ট্রিট নিয়ে কলকাতা পুলিশের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ।  একদিকে, ভিড়কে বাধ্য করা কোভিড বিধি মেনে চলতে। অন্যদিকে, এত বড় চলমান সমাবেশের নিরাপত্তা সামলানো। পুলিশ সূত্রে খবর, এই সব বিষয় মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।  বড়দিনে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ। ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। পুলিশের সহায়তা বুথ থাকছে ১৫টি। মোটর বাইকে টহলদারি চালাবে ২০টি টিম।  ১১টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে।   শুধু পার্ক স্ট্রিটে থাকছে ২টি ক্যুইক রেসপন্স টিম।  ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে ভিড়ের ওপর।  মহিলাদের সুরক্ষার জন্য ২৫ জন মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে নজরদারি চালাবেন।


আরও পড়ুনঃ লণ্ডভণ্ড বাড়ি, নষ্ট ফসল, রাতভর তাণ্ডব বুনো হাতির দলের