জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগণা: বড়দিনের সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বকখালি (bakkhali) পর্যটনকেন্দ্র ভিড় উপচে পড়েছে। আমফান, ইয়াস, করোনা লকডাউনে পরে আবার নতুন করে সমুদ্র সৈকত বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনি থেকে শুরু করে সুন্দরবনজুড়ে (sundarban) পিকনিকের আয়োজন চলছে। জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও প্রতিটি জায়গায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
South 24 Pargana: বড়দিনে পিকনিকের আমেজ, বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2021 02:44 PM (IST)
South 24 Pargana News: নতুন করে সমুদ্র সৈকত বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুনি থেকে শুরু করে সুন্দরবনজুড়ে (sundarban) পিকনিকের আয়োজন চলছে। জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়