নয়াদিল্লি: '৮৩' (83) ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নীনা গুপ্তাকে (Neena Gupta)। ছবিতে কপিল দেবের মা রাজকুমারী লাল নিখঞ্জের (Rajkumari Lal Nikhanj) চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নীনাকে। প্রসঙ্গত নীনা গুপ্তের মেয়ে মাসাবা গুপ্তার বাবা বিখ্যাত ক্রিকেটার ভিভ রিচার্ডস (Sir Viv Richards) ১৯৮৩-এর বিশ্বকাপে কপিল দেবের বিপক্ষ দলে ছিলেন। 


ছবিতে আরও একটি সারপ্রাইজ রয়েছে অনুরাগীদের জন্য। খেলা চলাকালীন সেই দর্শকাসনে দেখা যাবে স্বয়ং কপিল দেবকে (Kapil Dev)। রণবীর কপূরের মারা একটি শটের পর বল তুলে দিতে দেখা যাবে কপিল দেবকে। ক্রিকেট তারকাকে বলতে শোনা যায়, 'গুড শট, কপিল!'


কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ১৯৮৩ সালের বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেতে। অভিনেত্রী নীনা গুপ্তা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার স্যর ভিভের সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি ১৯৮৩ সালে ক্লাইভ লয়েডের (Sir Clive Lloyd) নেতৃত্বে ক্যারিবিয়ান স্কোয়াডের সদস্য ছিলেন। প্রথম দুই বিশ্বকাপই তাঁরা জেতেন।


আরও পড়ুন: Sara Ali Khan Update: 'আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ,' ছবি মুক্তির পর পরিচালকের উদ্দেশে পোস্ট সারার


ফাইনালে, ভিভ রিচার্ডস ১১৭.৮৫-এর স্ট্রাইক রেটে ২৮ বলে ৩৩ রান (33 runs from 28 balls with a strike rate of 117.85) করেছিলেন। মদন লালের ডেলিভারিতে তিনি নাটকীয়ভাবে কপিলের হাতে আউট হন।


নীনা গুপ্তা এবং স্যার ভিভ ১৯৮০-এর দশকের শেষের দিকে সম্পর্কে জড়ান এবং তাঁদের কন্যা, মাসাবা গুপ্তা, ভারতের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। মাসাবা একজন অভিনেত্রীও বটে। নেটফ্লিক্স অরিজিনাল, 'মাসাবা মাসাবা'-র ( Netflix original, 'Masaba Masaba') হাত ধরে আত্মপ্রকাশ করেন তিনি। 


নীনা ২০১৯ সালের ডিসেম্বরে ছবিটির শুটিংয়ের কাজ শেষ করেন। 


আরও পড়ুন: Kareena Kapoor Tests Negative: করোনা নেগেটিভ 'বেবো', ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট অভিনেত্রীর