কলকাতা: ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র উপর হামলার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি (Bhupatinagar Case)। গাইঘাটা থানা জাতীয় তদন্তকারীদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হওয়ার পর আরও জোর পেয়েছে বিতর্ক। সেই আবহেই NIA এবং BJP সংযোগ তুলে ধরে সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল। BJP-র কথায় NIA কাজ করছে বলে সম্প্রতি অভিযোগ তোলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবির সপক্ষে 'প্রমাণ' পেশ করল জোড়াফুল শিবির। তাদের দাবি, ভূপতিনগরে NIA যাওয়ার আগে, জাতীয় তদন্তকারী সংস্থার শীর্ষ আধিকারিকের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তাঁর হাতে নামের একটি তালিকা তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, টাকার লেনদেন হয় বলেও দাবি করেছেন কুণাল। (Lok Sabha Elections 2024)


রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যে তৃণমূল সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিক বৈঠকে এদিন NIA-এর SP ধনরাম সিংহের বাড়ির ভিজিটর্স বুকের রেকর্ড তুলে ধরেন কুণাল। তিনি জানান, গত ২৬ মার্চ NIA-র SP ধনরামের কলকাতার বাড়িতে যান BJP নেতৃত্ব। কোন এলাকায়, কাদের গ্রেফতার করা হবে, তার তালিকা তুলে দেন। সেই অনুযায়ী তল্লাশি চালিয়ে, আতঙ্ক সৃষ্টি করে তৃণমূলের বুথকর্মী এবং নেতাদের আনার পরিকল্পনা সাজায় NIA. ২৬ মার্চ সন্ধে সাড়ে ৬টায় ধনরামের বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। 


কলকাতার নিউটাউনে NIA-র SP ধনরামের ফ্ল্যাটের ভিজিটর্স বুকও এদিন তুলে ধরেন কুণাল। তিনি জানান, ভিজিটর্স বুকে জেকে তিওয়ারির নাম লেখা রয়েছে। ঠিকানায় লেখা, ক্যামাক স্ট্রিটের সরস্বতী নিকেতন, যা জিতেন্দ্রর মেয়ে পল্লবী তিওয়ারির বাড়ি। কুণাল জানান, নির্বাচন ঘোষণার পর NIA-র SP ধনরামের বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। সন্ধে ৭টা বেজে ২২ মিনিট পর্যন্ত ওই ফ্ল্যাটে ছিলেন জিতেন্দ্র। সেখানে সাদা প্যাকেটে দু'পক্ষের মধ্যে টাকার লেনদেন হয় বলেও বিস্ফোরক দাবি করেছেন কুণাল।


আরও পড়ুন: Bhupatinagar Case: NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, ভূপতিনগরে সন্দেশখালির পুনরাবৃত্তি


এদিন কুণাল জানান, নির্বাচন ঘোষণার পর আদর্শ আচরণ বিধি যখন কার্যকর রয়েছে, সেই সময় সরাসরি NIA সুপারের বাড়িতে গিয়েছেন জিতেন্দ্র। সাদা প্যাকেটে সেখানে দু'পক্ষের মধ্যে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। এটা নিয়ে তদন্তের দাবি জানাচ্ছে তৃণমূল। NIA সুপারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত করতে হবে বলে জানিয়েছেন কুণাল। অনৈতিক ভাবে NIA সুপার বিজেপি-র সঙ্গে দেখা করেছেন কি না, টাকার লেনদেন হয়েছে  কি না, ওই সাক্ষাতের সময় জিতেন্দ্র এবং NIA সুপারের ফোন থেকে কোথায় কোথায় ফোন যায়, কাদের সঙ্গে কথা হয়, তা তদন্ত করে দেখতে হবে বলে দাবি জানিয়েছেন কুণাল।


কুণালের অভিযোগ, BJP-র সঙ্গে হাত মিলিয়ে, বিপুল অর্থের বিনিময়ে এই ধনরাম সিংহ তৃণমূলের সাংগঠনিক নেতা এবং বুথ কর্মীদের ধরতে গিয়েছেন। অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে বলে দাবি তুলেছেন। পদক্ষেপ না করলে সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কুণাল। জিতেন্দ্রর সঙ্গে আরও দুই বিজেপি নেতা NIA সুপারের বাড়িতে গিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। কুণাল জানিয়েছেন, যে কেউ NIA প্রধানের বাড়িতে যেতে পারেন বলে দাবি করছে বিজেপি। কিন্তু সেক্ষেত্রে সন্ধেয় লুকিয়ে যেতে হবে কেন? এখন নির্বাচন কমিশন কেন দেখতে পাচ্ছে না? প্রশ্ন তোলেন কুণাল। ধনরামকে অবিলম্বে বাংলা থেকে সরাতে হবে বলে দাবি করেন তিনি। BJP-র কথায় ২৪ ঘণ্টায় তিন জন ডিজিপি বদল করে নির্বাচন কমিশন, তাহলে এখন কেন ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত হবে না, প্রশ্ন তোলেন কুণাল।


নির্বাচনী মরশুমে কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, দেখলে মনে হবে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে যাচ্ছে। আসলে রাজনৈতিক শত্রুদের নাম ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। উপর থেকে নির্দেশ আসছে কখনও, কখনও এরা গিয়ে নাম দিয়ে আসছে। মাঠ ফাঁকা করতে বলা হচ্ছে। বাংলায় NIA এবং BJP-র আঁতাত চলছে বলে অভিযোগ করেন কুণাল। তিনি জানান, আপাতত NIA-র তথ্য ফাঁস করলেন। বৈশাখ মাস পড়লে আরও এক কেন্দ্রীয় সংস্থার দুই কর্তার সঙ্গে BJP নেতৃত্বের আঁতাত আনবেন তিনি।