কলকাতা: নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। আর তাঁর নায়িকার চরিত্রেই রয়েছে চমক। শনের বিপরীতে দেখা যাবে নায়িকা অনুষ্কা গোস্বামীকে। এর আগে, 'গাঁটছড়া' ধারাবাহিকে 'বনি'-র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার এক্কেবারে অন্যরকম চরিত্রে, অন্য লুকে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকের নাম 'রোশনাই'। 


'গাঁটছড়া'-তে শোলাঙ্কি রায় (Sholanki Roy), শ্রীমা ভট্টাচার্য্য (Sreema Bhattacharyya)-এর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অনুষ্কা। তবে সেখানে এক্কেবারে অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। প্রথমে এক্কেবারে রোখাচোখা এক মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীকালে তিনি পুলিশ অফিসারের চরিত্রেও অভিনয় করেছেন। তবে এবার একজন কত্থক নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। 


যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, পায়ে ঘুঙুর বেঁধে কত্থক অভ্যাস করছেন অনুষ্কা আর তাঁর নাচ দেখে ক্যামেরায় চোখ রাখছেন শন। অনেকটা যেন সেই মাধুরী দিক্ষীতের (Madhuri Dixit)-এর  'ওরে পিয়া' গানটির দৃশ্য। সেখানেও কত্থক অভ্য়াস করতে দেখা গিয়েছিল মাধুরীকে। অনেকেই নতুন এই জুটির রসায়ন দেখার অপেক্ষায়। এমনিই ছোটপর্দার নায়ক শনের অনুরাগী রয়েছে অনেক। আর তাই, শনকে পর্দায় ফিরতে দেখে উচ্ছ্বসিত অনেকেই। 


২৫ এপ্রিল, বৃহস্পতিবার থেকে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অর্থাৎ তৃণা সাহা (Trina Saha) ওম সাহানি (Om Sahani)-র ধারাবাহিক 'লাভ, বিয়ে আজকাল'-এর সময়ে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এখনও প্রকাশ্যে আসেনি গল্পের বিস্তারিত বিষয়বস্তু। নায়িকা অনুষ্কা মনে করছেন, যেহেতু তাঁর আগের ধারাবাহিকে ৩ নায়িকা ছিলেন, তাই চাপ একটু হলেও কম ছিল। আর এই ধারাবাহিকে তিনি একাই নায়িকা। তাই মন দিয়ে সমস্তটা শিখছেন, অভ্যাস করছেন তিনি। আগে নাচ শিখতেন অনুষ্কা। তবে বর্তমানে একজন নৃত্যশিল্পীর চরিত্র ফুটিয়ে তুলতে হবে তাঁকে। তাই নিয়মিত চলছে তালিমও। 


 






আরও পড়ুন: Kajol at Daksineswar: শান্তিনিকেতন থেকে ফিরে, মা তনুজা ও ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন কাজল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।