কলকাতা: ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে আতঙ্ক বেড়ে চলেছে। তাতে এ বার বিদেশফেরত (Foreign Returnees) যাত্রীদের উপর নজরদারি বাড়াতে চলেছে রাজ্য। স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) সূত্রে খবর, বিদেশফেরত ব্যক্তিদের উপর কড়া নজরদারি চালানো হবে। নজরদারি চালানোর দায়িত্বে থাকবেন ডিএম, সিএমওএইচ এবং কলকাতা পুরসভা (KMC)।


স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বিদেশফেরত যাত্রীদের প্রথমে বিমানবন্দরে করোনা পরীক্ষা করানো হবে। তার আট দিনের মাথায় ফের আরটিপিসিআর পরীক্ষা হবে তাঁদের। রিপোর্ট পজিটিভ হলে নমুনা পাঠানো হবে জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing)-এর জন্য। তার রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ।


আরও পড়ুন: Medical College Critical Operation : নাক ও মস্তিষ্কের মধ্যের পর্দায় ছিদ্র! ৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে জুড়ল মেডিক্যাল কলেজ


শুধু তাই নয়, বিদেশফেরত যাত্রীদের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও, ১৪ দিন নিভৃতবাসে (Isolation) থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দফতর। কারও রিপোর্ট যদি পজিটিভ হয়, সে ক্ষেত্রে তাঁর সহযাত্রীদের উপরও নজরদারি চালানো হবে। করোনা পরীক্ষা করানো হবে তাঁদেরও।


একই সঙ্গে করোনার বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতে, ‘দুয়ারে সরকার’ শিবিরেও টিকাকেন্দ্র গড়ে তোলার চিন্তাভাবনা করছে রাজ্য। কোভিড টিকা (COVID-19 Vaccine) ছাড়াও ডায়াবিটিস, হাইপার টেনশন পরীক্ষার ব্যবস্থা করা হবে সেখানে। শিবিরগুলিতে মুখের ক্যানসার এবং চোখের পরীক্ষার ব্যবস্থাও করতে চাইছে রাজ্য। সেলাশাসক এবং সিএমওএইচদের কাছে সেই নিয়ে নির্দেশিকাও গিয়েছে বলে খবর। সব ঠিক থাকলে জানুয়ারি থেকে এই পরিষেবা চালু হতে পারে।


গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৫২ জন।এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। ১০২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন মানুষ।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জন করোনা রোগীর। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।