অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মিলবে মনোরোগের চিকিত্সা (Psychiatrist)। পুর কর্তৃপক্ষের আশা, এক মাসের মধ্যেই চালু করা যাবে ‘মনের আলো’ নামে এই প্রকল্প। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরসভার (Kolkata Municipal Corporation) চিকিত্সকরাই কাউন্সেলিং করবেন। প্রয়োজনে প্রেসক্রিপশনও দেবেন তাঁরা।
নাগরিকদের মনে আলো ফেরানোর উদ্য়োগ
প্রদীপের নীচে অন্ধকারের মতোই, সাম্প্রতিককালে টালিগঞ্জে একের পর এক মডেল, অভিনেত্রীদের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে (Tollywood Actress Suicide)। পল্লবী দে, বিদিশা দে মজুমদার, মঞ্জুষা নিয়োগী, একের পর এক উঠতি অভিনেত্রীর মৃত্য়ুতে আলোড়ন পড়ে গেছে সর্বত্র। ইঁদুর দৌড়ে তাল রাখতে না পেরেই কি এই পরিণতি বেছে নিচ্ছেন অনেকে, এই প্রশ্ন তুলছেন মনোরোগ বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: SSC Group C: গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি, সিবিআইয়ের হাতে নতুন তথ্য
সেই আবহে মনোরোগের চিকিত্সায় নতুন পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। এবার থেকে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে পুরসভার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে মানসিক সমস্যার কাউন্সেলিং হবে। সেই কাউন্সেলিং করবেন পুরসভার চিকিত্সকরা। প্রয়োজনে পুরসভার চিকিত্সকরা প্রেসক্রিপশনও দেবেন।
পুরসভার চিকিত্সকদের মধ্যে এখন দু'জন মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন। বাকি চিকিত্সকদের মনোরোগের চিকিত্সা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, মনো চিকিত্সা এবং কাউন্সেলিং প্রকল্পের নাম রাখা হয়েছে ‘মনের আলো’। স্বেচ্ছাসেবী সংস্থা ও পুরসভার দু'জন মনোরোগের চিকিত্সকের তত্ত্বাবধানে চলছে বাকি চিকিত্সকদের প্রশিক্ষণ।
এক মাসের মধ্যেই চালু হচ্ছে পরিষেবা
পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "আমরা একটে সবেচ্ছাসেবী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছি।" পুর কর্তৃপক্ষের আশা, এক মাসের মধ্যেই কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে চালু করা যাবে এই পরিষেবা।