কলকাতা: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য সিবিআইয়ের (CBI) হাতে। বাগ কমিটির দেখানো দুর্নীতির বাইরেও চাঞ্চল্যকর তথ্য। SSC দুর্নীতি মামলায় মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পেল সিবিআই। সূত্রের খবর, আবেদন না করেই  চাকরির সুপারিশপত্র পাওয়ার অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে।


এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য: সিবিআইয়ের দাবি, গ্রুপ সি-তে (SSC Group C) বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি। চাকরিপ্রার্থীরা স্কুলে যোগ দিতে গেলে তাঁদের শিক্ষক অথবা পরিচালন সমিতির বাধার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে রাজনৈতিক অথবা প্রশাসনিক প্রভাব খাটিয়ে স্কুল কর্তৃপক্ষকে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগও সামনে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি। গত কয়েকদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) অফিসে তল্লাশি চালায় সিবিআই। সোমবার থেকে মামলাকারীদের নথি সংগ্রহের কাজ শুরু করেছে তারা। 


SSC’র নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমে গতকাল মামলাকারীদের ডেকে পাঠায় সিবিআই। গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণিতে, নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন তিন চাকরিপ্রার্থী। CBI-এর নোটিস পেয়ে, নিজাম প্যালেসে হাজির হন তিন মামলাকারী ও তাঁদের আইনজীবীরা। অন্যদিকে, শনি-রবি দু’দিন ধরে তল্লাশি চালিয়ে, SSC-র সল্টলেকের দফতর থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই।  এর আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই দফতর সিল করে দিয়েছিল। এবার SSC দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করে সিবিআই। সূত্রের খবর, তিন মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে এবং নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত হাতে এসেছে নতুন তথ্য।


উল্লেখ্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গতকাল মামলাকারীদের কাছে জানতে চাওয়া হয়, কিসের ভিত্তিতে তাঁরা এই মামলা করেছিলেন? কী কী প্রামাণ্য নথি রয়েছে? মামলাকারীদের নাম লিস্টে কত নম্বরে ছিল? দুর্নীতি সম্পর্কে তাঁরা কীভাবে নিশ্চিত হলেন? কোন কোন তথ্য ও নথি রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে? CBI সূত্রে খবর, নথি খতিয়ে দেখার পাশাপাশি, মামলাকারীদের বয়ান রেকর্ড করা হয়।