কলকাতা : এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ভিডিও পোস্ট করে ট্যুইট অমিত মালব্যর।
বিজেপির আইটি সেলের প্রধান লিখেছেন, খোলা মঞ্চে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সেই ঘনিষ্ঠের প্রশংসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁর বাড়ি থেকে ইডি বেশি নয়, সামান্য ২০ কোটি টাকা উদ্ধার করেছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নাকতলা উদয়নের একটি অনুষ্ঠানের মঞ্চে পার্থ ও অর্পিতা । সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর গলায় অর্পিতার প্রশংসা। সেই সঙ্গে তাঁকে ভাল কাজ করার উৎসাহ যোগান মুখ্যমন্ত্রী।
SSC দুর্নীতি মামলায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। SSC দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকালে দিল্লির সদর দফতরে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি-র তদন্তকারীরা। এরপরই গ্রেফতার। ইডি সূত্রে খবর, আজই আদালতে তোলা হবে পার্থ চট্টোপাধ্যায়কে। চাওয়া হবে হেফাজতে।
গতকাল রাতভর নাকতলার বাড়ির দোতলার একটি ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। নীচে ছিল কেন্দ্রীয় বাহিনী ও নেতাজিনগর থানার পুলিশ। সকালে পার্থর বাড়িতে যান তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। গোটা জিজ্ঞাসাবাদ পর্বে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ব্যবহার করতে দেওয়া হয়নি ফোন। ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। সেই সমস্ত সম্পত্তির হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।