সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩টি সম্পত্তির হদিশ। বেলঘরিয়া এলাকায় রয়েছে ২টি ফ্ল্যাট ও একটি বাড়ি।

উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ২১ কোটিED সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ২১ কোটি ! সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ চলছে। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না পার্থ-অর্পিতা, অভিযোগ ইডি আধিকারিকদের । 

অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা?এত টাকার উৎস কী ? প্রশ্ন করা হয় অর্পিতাকে। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনয় করেন। প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? জানা গিয়েছে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। ফ্ল্যাটেই রয়েছেন অর্পিতা। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? কেনই বা ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল?  আরও পড়ুন : 

কাউকেই পার্থর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না

অর্পিতার বাড়িতে লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাওবেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত 'ক্লাবটাউন হাইটস'-এ রয়েছে অর্পিতার ২টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, আরেকটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই এখানে আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। ২টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। সূত্রের খবর, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা। 

সুস্থতার কথা পার্থর মুখে ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের জাল গোটাতে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে চিকিত্সকের পরামর্শ নিতে চান পার্থ চট্টোপাধ্যায়।