কৌশিক গাঁতাইত, অতসী মুখোপাধ্য়ায়, শিবাশিস মৌলিক, কলকাতা : ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে রাজ্য়ে আসবেন অমিত শাহ ( Amit Shah ) । কিন্তু, সেই অনুষ্ঠান নিয়ে, এখন থেকেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। 



বাবুলের কটাক্ষ


২৫ বৈশাখ অমিত শাহ যে অনুষ্ঠানে অংশ নেবেন, তার উদ্য়োক্তা 'খোলা হাওয়া' নামে সংস্থা। যার মাথায় রয়েছেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত।  কিন্তু, খোলা হাওয়ার উদ্য়োগে এই অনুষ্ঠান নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা, মন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo ) ।

অধুনা তৃণমূল বিধায়ক ও মন্ত্রী বাবুল সুপ্রিয়র দাবি, 'খোলা হাওয়া নাম আমার দেওয়া। লোগো আমার তৈরি। ভাল লাগছে আমার দেওয়া নামে অমিত শাহর প্রোগ্রাম হবে। ' 

শাহর সফরসূচি


৯ মে, বিকেল ৫টায়, সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠান হতে চলেছে, তার নাম রাখা হয়েছে - আমাদের রবীন্দ্রনাথ। 
এই অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমন্ত্রণ জানানো হয়েছে তনুশ্রী শঙ্কর, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো শিল্পীদেরও। সায়েন্স সিটির ওই অনুষ্ঠানে অমিত শাহর পাশাপাশি থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 


পয়লা বৈশাখের আগের দিন বীরভূমে সভা করেছিলেন অমিত শাহ। ৮ মে মুর্শিদাবাদে অমিত শাহর কর্মসূচি রয়েছে। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ সকালে তাঁর জোড়াসাঁকো যাওয়ার কথা। বিকেলে তিনি সায়েন্স সিটি অডিটোরিয়ামের অনুষ্ঠানে অংশ নেবেন।              

আরও পড়ুন :


এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা


বাঙালির মন জয়ের কৌশল ?


আগামী দিনে ভোটযুদ্ধে সাফল্য পেতে, এটা বাঙালির মন জয়ের কৌশল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। যদিও বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই কবিগুরুর অনুষ্ঠানে অমিত শাহ-র যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।                                  


২১-এর ভোটে কাঙ্খিত সাফল্য আসেনি বিজেপির ঝুলিতে। দলের অন্দরেই একাংশ মনে করেন, শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজকে এখনও পুরোপুরি কাছে টানা যায়নি। সেই শূন্যতা ভরাট করতেই রবীন্দ্রস্মরণ? প্রশ্ন রাজনৈতিক মহলের। বিজেপির পাল্টা দাবি, শাহের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে ভোট-রাজনীতির যোগসূত্র নেই।