কলকাতা : শাহ-সফরে চমক! আজ সন্ধেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (AmitShah)। যোগ দিতে পারেন নৈশভোজেও। এই নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ঠাসা কর্মসূচি অমিত শাহের। আজই উত্তরবঙ্গ থেকে কলকাতা আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার শিলিগুড়ির জনসভার পর আজ সকালে কোচবিহারের তিনবিঘায় কর্মসূচি আছে তাঁর। 


তারপর শাহ কোচবিহার (Cooch Behar ) থেকে বাগডোগরা হয়ে আসবেন কলকাতায় ( kolkata )  ।  দুপুরে নিউটাউনের একটি হোটেলে বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। রাতে যাবেন বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে । শুক্রবার রাতেই বিজেপি অফিসে বৈঠক  রয়েছে। রাতের বিমানেই ফির যাবেন দিল্লি। 

আরও পড়ুন : ফের বিজেপির সাংসদ-বিধায়কদের মুখে উঠে এল রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি


বৃহস্পতিবার বিধানসভা ভোটে পরাজয়ের ১ বছর পর বাংলায় এসে ফের একবার সেই CAA কার্যকর করার প্রতিশ্রুতি দেন অমিত শাহ। ২০১৯ সালের ৯ ডিসেম্বর লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। রাজ্যসভায় তা পাস হয় ১১ ডিসেম্বর। ১২ ডিসেম্বর CAA’র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২০-র জানুয়ারি মাসে তা আইনে পরিণত হয়। কিন্তু, এখনও তার রুলিং জারি হয়নি। অর্থাৎ নিয়ম-নীতি ঠিক হয়নি। এরাজ্যে বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরের সভা থেকে অমিত শাহ বলেছিলেন, ভ্যাকসিনেশন শেষ হলে, তারপরই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সেরে ফেলা হবে। এবার বাংলায় এসে CAA কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। যা নিয়ে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


এছাড়া বিধানসভা নির্বাচনে যে ইস্যুতে রাজ্যের শাসকদলের সঙ্গে যে বাগযুদ্ধ হয়েছিল, সেই কাটমানি-সিন্ডিকেট ইস্যুতে এক বছর পরও তরজায় জড়ান মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ। রামপুরহাট, ঝালদা, হাঁসখালির মতো ঘটনাকে হাতিয়ার করে, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করেছেন। পাল্টা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বাগযুদ্ধে সরগরম বঙ্গ রাজনীতি।