কলকাতা: কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় অমিত শাহের (Amit Shah BJP Rally)  সভা। সকাল থেকেই জেলা থেকে কাতারে কাতারে এসে ভিড় জমাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির মেগা শো ঘিরে তুঙ্গে উঠেছে তৎপরতা। সভা শুরু হবে বেলা ১২টায়। অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। জেলা থেকে ট্রেন-বাসে কলকাতায় আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা।     

  


এই মিছিল ঘিরে হোঁচট খেতে পারে কলকাতার যান চলাচল, এমনটাই আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। যাঁরা ট্রেনে এসে হাওড়া স্টেশনে নামবেন, তাঁরা সেখান থেকে মিছিল করবেন। হাওড়া ব্রিজ হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন তাঁরা। অন্যদিকে, যাঁরা শিয়ালদা স্টেশনে নামবেন, তাঁরা শিয়ালদা থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে আসবেন। 


কলকাতাজুড়ে যানজটের আশঙ্কা রয়েছে, এই কারণে বিকল্প পথের কথা জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজারের তরফে বলা হয়েছে, উত্তর কলকাতা থেকে ধর্মতলা বা দক্ষিণ কলকাতার দিকে যাওয়ার ক্ষেত্রে, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সিআর অ্যাভিনিউ দিয়ে বিবি গাঙ্গুলি রোড হয়ে যেতে। দক্ষিণ কলকাতা থেকে ধর্মতলা বা উত্তর কলকাতার দিকে যেতে হলে, জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং হয়ে কাউন্সিল হাউস স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-এর দিকে যেতে হবে।  এছাড়া এপিসি রোড হয়ে এজেসি বোস রোড ধরে যাবে উত্তর ও দক্ষিণমুখী গাড়ি। 


এদিন সভার আগেই X-হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন এক্স হ্যান্ডলে অমিত শাহ লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে বিজেপি এখন বাংলার মানুষের প্রথম পছন্দের রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিজেপি-র জয় এবং মমতা দিদির তৃণমূলের পরাজয় নিশ্চিত। আজ কলকাতায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখার দিকেই এখন তাকিয়ে আছি।'        


তৃণমূলকে উৎখাত করা এবং বিজেপি সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আজ আবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, একই দিনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। কালো পোশাক পরে বিধানসভায় গেলেন তৃণমূলের বিধায়করা। কালকের পর আজও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত দেখাবেন তাঁরা। 


আরও পড়ুন:সকালে হালকা খাবার! আপাতত ভাল রয়েছেন শ্রমিকরা, জানাল হাসপাতাল