দক্ষিণেশ্বর : নববর্ষের আগে রাজ্যে এসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ (Amit Shah)। অনুব্রত মণ্ডলহীন বীরভূমের সভাতে যে সুর শোনা গিয়েছিল তাঁর মুখেই, সেটাই ফিরে আসে পুজো দেওয়ার পরেও। মায়ের কাছে বিজেপির বাংলায় লোকসভা ভোটে সাফল্য প্রার্থনা করেছেন বলেই জানান বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, বীরভূমে মানুষের যে উৎসাহ-উদ্দম দেখেছি, তাতে চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৩৩-র বেশি আসন পাবে বলেই প্রত্যাশা রাখি। দেশেও ৩০০-র বেশি আসন জিতে ফের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারেরই ক্ষমতায় প্রত্যাবর্তন হবে বলেই প্রত্যাশা ঝরে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। 


বাংলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, সব ধর্মীয় অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে হয়। হিংসা-সন্ত্রাসের আবহ থেকে যেন বঙ্গবাসী মুক্তি পান বলেও মায়ের কাছে প্রার্থনা করেছেন বলেই জানান অমিত শাহ।


পঞ্চায়েত নয়, বিজেপির নজরে লোকসভা


বাংলার সামনে এখন পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কিন্তু নরেন্দ্র মোদির দল যে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন, শুক্রবার বাংলায় এসে তা কার্যত বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা দখল করতে পঞ্চায়েত ভোট নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টার্গেট ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেখানেই একেবারে ৪২ আসনের মধ্যে, ৩৫ আসনের টার্গেট বেঁধে দেন অমিত শাহ।


বীরভূমের সভা থেকে একেবারের লোকসভা ভোটের প্রচারের কায়দাতেই অমিত শাহ হুঁশিয়ারি দেন ২০২৪-এর ভোটে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জিতলেই, ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে, সবাইকে চমকে দিয়ে বাংলায় বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছিল ১৮। কিন্তু, ২১-এর বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল, টার্গেট ২০০ পার। শেষ অবধি ৭৭ টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিকে। দলবদলের জেরে সংখ্যাটা আরও কমে গেছে। যদিও ৭৭ আসন দিয়ে বাংলার মানুষ বিজেপির দায়িত্ব বাড়িয়েছে বলেই বীরভূমের সভা থেকে উল্লেখ করেন অমিত শাহ। পাশাপাশি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে প্রত্যয়ী অমিতের বার্তা, ১৯-এ বাংলার মানুষ বিজেপির সঙ্গে ছিলেন। আগামী চব্বিশের ভোটে আরও বেশি করে মানুষ পাশে থাকবেন বলেই প্রত্যাশা ।


এদিকে, বীরভূমের সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন অমিত শাহ। পাল্টা শাহকে আক্রমণ শানিয়েছে তৃণমূলও।


আরও পড়ুন- ' আপনার ঘৃণার কর্মসূচিতে কেউ আগ্রহী নয়,অন্য কোথাও গিয়ে বিষ ছড়ান ' শাহকে আক্রমণ তৃণমূলের