সিউড়ি : অনুব্রত মণ্ডলহীন (Anubrata Mandal) বীরভূমে সভা অমিত শাহের (Amit Shah), কটাক্ষ তৃণমূলের (TMC)। রাজ্যের শাসকদল তৃৃণমূল কংগ্রেসের ট্যুইট 'বাংলায় ফের পরিযায়ী পাখির আগমন। কিন্তু কেউ তাঁকে দেখতে চায় না। দিল্লি ফিরে যান অমিত শাহ। নিজের কাজ করুন। বাংলায় কেউ আপনার মিথ্যে শুনতে চায় না। আপনার ঘৃণার কর্মসূচিতে কেউ আগ্রহী নয়। অন্য কোথাও গিয়ে বিষ ছড়ান '।


সিউড়ির সভা থেকে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। বীরভূমের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণ, 'তৃণমূলের একের পর এক নেতা এখন জেলের গরাদের পিছনে, দিদির দাদাগিরির জন্যেই একের পর এক তৃণমূল নেতা জেলে'। যা নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল (TMC) ।


এমনিতেই রোদে পুড়ছে বঙ্গ। ৪১ ডিগ্রি পার করেছে লাল মাটির জেলা বীরভূমের তাপমাত্রা। সেই গরমকেও ছাপিয়ে যাচ্ছে কেষ্ট-ভূমের রাজনৈতিক উত্তাপ। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর, দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায়, কেষ্ট-ভূমে নজর বিজেপির। পাল্টা, গড়-রক্ষায় মরিয়া তৃণমূলও। শুক্রবার, চৈত্র সংক্রান্তিতে বীরভূমের সিউড়িতে সভা করলেন অমিত শাহ। এর এক দিন পর রবিবার ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।


লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। মূলত, গত ১২ তারিখ কালিয়াগঞ্জে ঝড় তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvvendu Adhikari)। লোকসভা ভোটের আগে চ্যালেঞ্জ ছুঁড়ে সেদিন তিনি বলেছিলেন, 'রায়গঞ্জ, কালিয়াগঞ্জ মিলে লোকসভায় দেড় লক্ষ বেশি ভোট পাব।' এদিন লোকসভায় বঙ্গ বিজেপির টার্গেট ঠিক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। শাহ বলেন, 'বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। ২০২৪-এ নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) ফের প্রধানমন্ত্রী করতে হবে। ২০২৪-এর লোকসভা ভোটে ৩৫টিরও বেশি আসনে জেতান', বলে আহ্বান অমিত শাহ-র।  বাংলায় বিজেপি (BJP) সরকার এলে স্বাস্থ্যখাতে বড় সুবিধা মিলবে বলে ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমের সভা থেকে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলায় বিজেপিকে সরকারে আনুন তৈরি করুন। ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যখাতে সুবিধা মিলবে।’’    


আরও পড়ুন- 'আপনার উপস্থিতি মনোবল বাড়ায়', শাহ-কে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুদের