সমীরণ পাল, বনগাঁ (উত্তর ২৪ পরগনা) : বিধানসভা ভোটের (WB Assembly Election) বছরখানেক বাদে রাজ্যে পা রাখলেন অমিত শাহ (Amit Shah)। যেখানে বিএসএফের প্রশংসা উঠে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। পাশাপাশি 'সুরক্ষা' প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের পদক্ষেপ সম্পর্কে মুখ খুললেন তিনি। বর্ষীয়ান বিজেপি নেতা বলেন, 'নরেন্দ্র মোদি সরকারের মূল লক্ষ্য হল দেশের সুরক্ষা দুর্ভেদ্য করে তোলা'।


অত্যাধুনিক আউটপোস্টের উদ্বোধন


এদিন হিঙ্গলগঞ্জে ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট, সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সের ও পরে বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করেন অমিত শাহ। বনগাঁয় অমিত শাহ বলেন, 'হিঙ্গলগঞ্জে অত্যাধুনিক ভাসমান বিওপি-র উদ্বোধন করা হয়েছে। সুন্দরবন থেকে অনুপ্রবেশ ও পাচারের কথা বলা হচ্ছিল। কিন্তু যে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা হয়েছে তাতে অনুপ্রবেশ, পাচার বন্ধ হবে।’


বিএসএফের প্রশংসা


বিএসএফের অনুষ্ঠানে দাঁড়িয়ে তাদের প্রশংসা করে অমিত শাহ বলেন, 'বিএসএফ কঠিনতম পরিস্থিতিতে সীমান্ত রক্ষা করে চলেছে। সুন্দরবনে ৩ নদীর মাঝে দাঁড়িয়ে অনুপ্রবেশ ও পাচার রুখে চলেছে বিএসএফ। বিএসএফ সীমান্তে আছে বলেই দেশ সুরক্ষিত রয়েছে। ফেন্সিং নয়, দেশের সুরক্ষা শুধুমাত্র বিএসএফ করতে পারে।’


রাজ্যের ভূমিকাকে খোঁচা


মাঝে বিএসএফের কার্যকলাপের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল রাজ্য ও কেন্দ্র। যে প্রসঙ্গ টেনে রাজ্যকে খোঁচা দিয়ে অমিত শাহের সংযোজন, 'সত্তরের দশকে বাংলাদেশের জন্ম দিতে বিএসএফ ও সেনা দৃঢ়তার সঙ্গে কাজ করেছে। মানবতা রক্ষার্থেও বিএসএফের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।অনুপ্রবেশ ও পাচার স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া রোখা সম্ভব নয়। কিন্তু খুব শীঘ্রই সেই রাজনৈতিক পরিস্থিতিও তৈরি যাবে।'


শাহি সফর নিয়ে তৃণমূলের খোঁচা


অমিত শাহের সফরসূচি নিয়ে আগেই খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের নেতা কুণাল ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেছেন, বিএসএফ-কে বিজেপির ক্যাডার বানাবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদের অপব্যবহার করবেন না।


আরও পড়ুন- দু'দিনের 'শাহি' সফর শুরু আজ, অভিভাবকের খোঁজে বঙ্গ-বিজেপি!