কলকাতা : 'মোদি ফিরবে, দিদি যাবে', স্লোগান তুললেন সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) । প্রায় ১ দশক বাদে কলকাতার ধর্মতলায় সভা করছেন অমিত শাহ ( Amit Shah ) । হাইভোল্টেজ সভা। লোকসভাকে পাখির চোখ করে কোমর বাঁধছে বিজেপি ( BJP ) । আর এই সময়ই  ধর্মতলায় শাহি সভা রাজ্য বিজেপিকে নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেলা জেলা থেকে আসছেন বিজেপি কর্মীরা। তার আগেই নতুন স্লোগান তুলে দলীয় কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি। 



  • বুধবার বিজেপির সভা শুরু হবে বেলা ১২টায়। 

  • অমিত শাহ সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ।

  • সোয়া ৩টে নাগাদ সভাস্থল থেকে বেরিয়ে যাবেন তিনি।


বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামবেন দুপুর ১টা ১৫মিনিটে। সেখান দুপুর ১টা ২০ মিনিটে থেকে হেলিকপ্টারে যাবেন রেস কোর্স গ্রাউন্ডে। দুপুর ১টা ৪০ মিনিটে হেলিপ্যাড থেকে রওনা দিয়ে সভাস্থলে পৌঁছবেন দুপুর পৌনে ২টো নাগাদ। থাকবেন দুপুর সোয়া ৩টে অবধি। দুপুর ৩টে ২৫ নাগাদ হেলিকপ্টারে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরে। সেখান রওনা পৌনে ৪টে নাগাদ বিমানে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে।


বিজেপি সূত্রে খবর, সভার অনুষ্ঠান শুরু হবে বেলা ১২টা নাগাদ। এক ঘণ্টা চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতাপাঠ করবেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। কবিগান শোনাবেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।  


সকাল ১০ টার আপডেট 



  • ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছতে শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। রেল মিউজিয়ামের কাছে ক্যাম্পে তাঁদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকেই তাঁরা মিছিল করে হাওড়া ব্রিজ হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে ধর্মতলায় পৌঁছবেন। 

  • রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিয়ালদা স্টেশনেও আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।  এখানে তাঁদের জন্য রাখা হয়েছে খাওয়াদাওয়া, বিশ্রামের ব্যবস্থা। শিয়ালদাতে বিশেষ ট্রেনও ঢুকবে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে। তাঁরা শিয়ালদা থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল করে আসবেন।

  • দুর্গাপুর থেকেও ধর্মতলার সভা যোগ দিতে রওনা হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। সকাল সকাল দুর্গাপুর স্টেশন রওনা দেন তাঁরা।

  • আসানসোল স্টেশন থেকে জেলা সবাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা।

  • অমিত শাহর জনসভায় যোগ দিতে ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন জায়গা থেকে রাতে ঝাড়গ্রাম স্টেশন ও জেলা বিজেপির কার্যালয় ভিড় জমাতে থাকেন কর্মীর-সমর্থকরা। এদিন ভোর ৫ টার লোকালে চড়ে প্রায় ৫০০ বিজেপি কর্মী সমর্থক রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে।

  • খড়গপুর স্টেশন থেকে বিজেপি কর্মীরা রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। স্টেশনে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ