শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের মধ্যেই এবার প্রধানমন্ত্রী আবাস (PM Awas Yojana)-তালিকায় অমিত শা (Amit Shah)-র ডেপুটির বাবার নাম থাকার অভিযোগ উঠল।                   


দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের। এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। গতকাল সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। এবার নিশীথ প্রামাণিকের বাবার নাম উঠেছে আবাস তালিকায়। 


এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি। গোটাটাই ষড়যন্ত্র, পাল্টা দাবি করেছে বিজেপি। নিশীথ প্রামাণিক বা তাঁর পরিবারের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                        


অন্যদিকে, কোচবিহারে আবাস যোজনায় অনিয়মের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। রাজারহাট-টাকাগাছ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বুথ সভাপতি নগেন্দ্রনাথ রায়ের দোতলা বাড়ি রয়েছে। অথচ তৃণমূল নেতা ও তাঁর দুই ছেলের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। এক্ষেত্রে যোগ্য প্রাপকরা বঞ্চিত হয়েছেন বলে বিজেপির অভিযোগ। তৃণমূল বুথ সভাপতির সাফাই, তিনি পৈতৃক বাড়িতে থাকেন। ছেলেরা আর্থিকভাবে স্বচ্ছল নয়, সেই হিসেবেই ঘরের আবেদন জানান। নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূল জেলা নেতৃত্বের। 


আরও পড়ুন, পৌষের দ্বিতীয় দিনেও কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা, জমিয়ে ব্যাটিং শীতের


এদিকে,  আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় এবার পুরো তালিকাই বাতিল করে দেওয়ার দাবি তুললেন লকেট চট্টোপাধ্যায়। বুধবার রাতে বলাগড়ে এক আশাকর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন তাঁর বাড়িতে যান হুগলির বিজেপি সাংসদ। আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। এই পরিস্থিতিতে পুরো তালিকাই বাতিল করে নতুন করে তৈরির দাবি তুললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।                                    


বিজেপি নেত্রী বলেন, "আমরা চাই এই আবাস যোজনার যত লিস্ট হয়েছে, সব ক্যানসেল করে দেওয়া হোক। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বাংলায় যদি এইভাবে নয়ছয় হয়, তাহলে সবাইকে মিলে আওয়াজ তুলতে হবে"।