কলকাতা: অমিত শাহর (Amit Shah) সভার সূচিবদল। সিউড়ির সভা সেরে সোজা কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineshwar)। আজ বেলা বারোটা কুড়ি নাগাদ অন্ডাল এয়ারপোর্টে নামবেন অমিত শাহ। এরপর, দুর্গাপুর থেকে BSF-এর হেলিকপ্টারে আসবেন সিউড়ি। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন।


সূচিবদল: আজ, বেলা ২ টোয় সিউড়িতে অমিত শাহর জনসভা। এরপর দুপুর ৩টে নাগাদ সিউড়ি বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন অমিত শাহ। ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিয়ে সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানে দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রাতে থাকবেন সেখানেই। আগামীকাল সকালে ব্যক্তিগত কিছু বৈঠক সেরে সাড়ে এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


রোদে পুড়ছে বঙ্গ। ৪১ ডিগ্রি পার করেছে লাল মাটির জেলা বীরভূমের তাপমাত্রা। সেই গরমকেও ছাপিয়ে যাচ্ছে কেষ্ট-ভূমের রাজনৈতিক উত্তাপ। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর, দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায়, কেষ্ট-ভূমে নজর বিজেপির। পাল্টা, গড়-রক্ষায় মরিয়া তৃণমূলও। শুক্রবার, চৈত্র সংক্রান্তিতে বীরভূমের সিউড়িতে সভা করবেন অমিত শাহ।  এর এক দিন পর, রবিবার, ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম।

এনিয়ে, সপ্তাহান্তে উত্তাপ বাড়ছে বীরভূমের। সিউড়ির বেণিমাধব হাইস্কুলের এই মাঠে শুক্রবার, দুপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার, জন্য ৪২ ফুট লম্বা, ৩০ ফুট চওড়া এবং ১৫ ফুট উচ্চতার মঞ্চ তৈরি করা হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয়। মঞ্চের একদম সামনে থাকবে NGS কম্যান্ডোরা। তারপর, থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একদম শেষে থাকবেন রাজ্য পুলিশের কর্মীরা।


একনজরে শাহি সফর: 


দুপুর ১২:২০
অন্ডাল এয়ারপোর্টে নামবেন অমিত শাহ


দুপুর ১২:৪৫
হেলিকপ্টারে পৌঁছবেন সিউড়ি

দুপুর ১
সিউড়ি সার্কিট হাউসে মধ্য়াহ্নভোজ


দুপুর ২
সিউড়িতে জনসভা


দুপুর ৩:০৫
সিউড়িতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন

বিকেল ৪:০৫
হেলিকপ্টারে কলকাতার উদ্দেশে পাড়ি

বিকেল ৫:১০
কলকাতা বিমানবন্দরে নেমে গন্তব্য় দক্ষিণেশ্বর


সন্ধে ৭
নিউটাউনের হোটেলে দলীয় বৈঠক


শনিবার
সকাল ১১:৩০
কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা


আরও পড়ুন: Kolkata Accident: শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্য়ু ২ বাইক আরোহীর