দীপক ঘোষ, কলকাতা: অমিত শাহের (Amit Shah) কর্মসূচি কাটছাঁট। কাল রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না শাহ। অমিত শাহের বহরমপুরের সভা বাতিল। মঙ্গলবার সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন শাহ। মঙ্গলবার দুপুরে পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন শাহ।
অমিত শাহের সফরসূচি: পয়লা বৈশাখের সন্ধিক্ষণে ছিলেন কলকাতায়। পুজো দিয়েছিলেন দক্ষিণেশ্বরে। এবার অমিত শাহ আসছেন ২৫-এ বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে। খোলা হাওয়া নামে এক সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মাথায় রয়েছেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। ৯ মে, বিকেল ৫টায়, সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানের নাম রাখা হয়েছে - আমাদের রবীন্দ্রনাথ।আমন্ত্রণপত্রে উল্লেখ সায়েন্স সিটির ওই অনুষ্ঠানে অমিত শাহর পাশাপাশি থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।
শেষ মুহুর্তে সফরসূচি কাটছাঁট হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাদ গেল রাজনৈতিক কর্মসূচি। ফলে, সোমবার বহরমপুরের অমিত শাহর প্রস্তাবিত জনসভা হচ্ছে না। নবাবের জেলায় হচ্ছে না ক্ল্যাশ অফ টাইটানস। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রায় মুর্শিদাবাদ চষে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন, সোমবার, বহরমপুরে অমিত শাহর জনসভা বাতিল করা হয়েছে। মঙ্গলবার, কলকাতায় রবীন্দ্র-স্মরণে হাজির থাকছেন তিনি। সোমবার রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। মঙ্গলবার, সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন। দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো