সমীরণ পাল এবং দীপক ঘোষ, উত্তর ২৪ পরগনা: অমিত শাহকে বাগদায় এসে ক্ষমা চাইতে হবে। BSF জওয়ানের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠায়, এবার এই দাবি তুলল তৃণমূল। বিচ্ছিন্ন ঘটনা, গোটা বাহিনীকে দোষ দেওয়া ঠিক নয়। পাল্টা বলল বিজেপি।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'কাশীপুরে ঘটনায় প্রমাণিত হয়েছে যে আত্মহত্যা। দিল্লি থেকে এসে অমিত শাহকে এই পটলের খেতে ক্ষমা চাইতে হবে।' বাগদার ভারত-বাংলাদেশ সীমান্তে শিশুকন্যার সামনেই মা-কে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে রবিবার বাগদায় গিয়ে কড়া ভাষায় কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।
মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শশী পাঁজা বলেন, "অনেক সময় মহিলাদের নিয়ে বাংলাদেশ থেকে পেরিয়ে আসতে চাইছেন। এটা নিশ্চয়ই অপরাধ। এর শাস্তি অন্যভাবে হয়। কিন্তু এটা তাঁর শাস্তি হতে পারে না। শারীরিক নির্যাতন, তাঁর ছোট বাচ্চার সামনে। এটা কি তাঁর শাস্তি? স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে।"
BSF’এর বিরুদ্ধে ওঠা অভিযোগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ক্ষমা প্রার্থনার দাবি তুলল তৃণমূল। বিচ্ছিন্ন ঘটনা, পাল্টা দাবি করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "বিচ্ছিন্ন ঘটনা, বিচার হচ্ছে তদন্ত হচ্ছে। কিন্তু যারা দেশ রক্ষা করছে, তাদের এইভাবে আক্রমণ করবে? একজনের জন্য গোটা বাহিনীকে দোষ দেওয়া যায় না।"
ধৃত দুই জওয়ানকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে BSF। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। রবিবার বাগদায় গিয়ে, টোটোয় চড়ে সীমান্তে যান মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কাঁটাতারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কর্তব্যরত BSF জওয়ানদের সঙ্গে কথাও বলেন শশী পাঁজা।
সীমান্ত থেকে ফিরে বাগদার কাশীপুরে সভা করেন শশী পাঁজা, কুণাল ঘোষরা। সেখানেও BSF ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন তাঁরা। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বিজেপির চার আনার নেতারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘোরে, যাদের সীমান্ত রক্ষা করার কাজ তারা তা করে না। যদিও বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, "একটা বিএসএফ জওয়ান অন্যায় করেছে। আমরা তীব্র নিন্দা করছি। বলছে বিজেপি করিয়েছে। কোন রাজত্বে বাস করছি? কী নোংরা খেলা চলছে এসব?"
সব মিলিয়ে BSF-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা।