দীপক ঘোষ, কলকাতা : দুর্গাপুজোর আবহে জমজমাট রাজনীতির আঙিনাও। বিজেপি সূত্রে খবর, প্রতিবারের মতো এবারও পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই গভীর রাতে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার পরপর ৩টি পুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার প্রথমে লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তারপর বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সবশেষে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-র দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। মোট ৩টি পুজোর উদ্বোধনের পরেই নয়াদিল্লিতে ফিরে যাবেন অমিত শাহ। এদিন শাহর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই।
মুখ্য়মন্ত্রী ইতিমধ্য়েই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন। মহালয়ার আগে থেকেই প্যান্ডেল উদ্বোধন করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই পুজোর উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতায় আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, কলকাতার একাধিক বড় পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূলের হেভিওয়েট নেতারা! উত্তর থেকে দক্ষিণ এক ছবি। এরমধ্য়ে বাতিক্রম হল, সন্তোষ মিত্র স্কোয়ার, যার মাথা হলেন বিজেপি নেতা সজল ঘোষ। এছাড়াও বিজেপির পুজো বলে পরিচিত EZCC-র পুজো। ২০২০ সালে, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে প্রথমবার দুর্গাপুজো করে গেরুয়া শিবির।সেবার, ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, তারপর ২০২৩ ও ২০২৪ সালে আর কোনও পুজো হয়নি। বদলে ২০২৩ সালে, EZCC-র বিপরীতে ঐকতান চত্বরে বিজেপির নেতা-কর্মীরা নিজেদের উদ্যোগে পুজোর আয়োজন করেন। কিন্তু গত বছর সেই দুর্গাপুজোও আর হয়নি। সেদিক থেকে বছর দুই বাদে এখানে আবার হবে দুর্গাপুজো। সম্প্রতি EZCC-তে ধুমধাম করে খুঁটিপুজোও সেরে ফেলেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো উদ্বোধনের তালিকায় আছে এই দুর্গাপুজোর নামও। সব মিলিয়ে ভোট-যুদ্ধের কয়েক মাস আগে বাঙালির প্রাণের উৎসবেও জমজমাট রাজনীতি। বছর ঘুরলেই বিধানসভা ভোট। প্রচারযুদ্ধের পারদও চড়ছে ধীরে ধীরে। ইতিমধ্যেই একাধিকবার এ রাজ্যে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আসছেন শাহ, তবে পুজো উদ্বোধনে। বাঙালির প্রাণের উৎসবের সঙ্গী হয়ে কি তিনি পৌঁছে যেতে চাইছেন বাঙালির মনে?