শিবাশিস মৌলিক, কলকাতা : রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে আজই শেষ দিন। আজ একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, হোটেলে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি দুপুর ১টা ৪৫ মিনিটে সায়েন্স সিটিতে বৈঠক রয়েছে অমিত শাহের। কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যাবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেলের বৈঠকে অন্যান্যদের সঙ্গে হাজির দিলীপ ঘোষ 

Continues below advertisement

রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিনের সফরে আজই শেষ দিন। আজ একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, বেলা সাড়ে ১১টায় হোটেল অল্ট এয়ারে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর পাশাপাশি দুপুর ১টা ৪৫ মিনিটে সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত বুথ কর্মীদের নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেল সাড়ে তিনটে নাগাদ ঠনঠনিয়া কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 

দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। চড়ছে রাজনীতির পারদ। আর নতুন বছর শুরুর আগেই আক্রমণ-প্রতি আক্রমণ ঘিরে অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগ্‍যুদ্ধ চরমে। গতকাল সাংবাদিক বৈঠকে দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়ার হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। অমিত শাহ আক্রমণ শানিয়েছেন কলকাতা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছেন প্রায় ১৮০ কিলোমিটার দূরে বাঁকুড়ার বড়জোড়া থেকে। 

Continues below advertisement

২৬-এর বিধানসভা ভোটের আগে, রাজ্য়ে এসেছেন অমিত শাহ। বৈঠক করছেন রণকৌশল নিয়ে। দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা SIR আবহে অমিত শাহর পদত্য়াগ দাবি করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। অমিত শাহর সঙ্গে দুর্যোধন-দুঃশাসনের তুলনা টেনে আক্রমণও শানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। মন্তব্য করলেন অমিত শাহ। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ফাটাফাটি খেলা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন তৃণমূলকে সমূলে উপড়ে ফেলার হুঙ্কার দিচ্ছেন, তখন তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জিতবে না, কচু হবে। সবমিলিয়ে তৃণমূল-বিজেপির চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জে দিনভর তেতে রইল পশ্চিমবঙ্গের রাজনীতি। 

বিধানসভা ভোটের আগে ফের দুর্নীতি যুদ্ধ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ১০০ দিনের কাজ, গরু পাচার, চিটফান্ড মামলা, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে আক্রমণ শানালেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মুখে নরেন্দ্র মোদির পর এবার মতুয়াদের আশ্বাস দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতুয়াদের ভয় পাওয়ার কিছুই নেই।