হিন্দোল দে, কলকাতা : আজ মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১১-র ঘরে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি কম, শীতে কাঁপছে শহর। গত ৫ বছরের নিরিখে আজ শীতলতম ডিসেম্বর। গতকালের থেকে দেড় ডিগ্রিরও বেশি নামল তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যে জাঁকিয়ে শীত। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের অনেকটা নীচে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১০ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। শীতের দাপট জারি থাকবে রাজ্যজুড়ে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

Continues below advertisement

গতকাল তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও কমে নেমে গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন এই কনকনে শীত বজায় থাকবে। কনকনে ঠান্ডার মধ্যে উত্তরবঙ্গের ৮টি জেলা এবং দক্ষিণবঙ্গের ২টি জেলায় ঘন কুয়াশা থাকবে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আরও বেশ কয়েকদিন জাঁকিয় শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। অর্থাৎ বছর শেষের মতোই, নতুন বছরের শুরুতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভরপুর বজায় থাকবে শীতের আমেজ। বছরের শুরুতেও উৎসবের ম্যুডে ঠান্ডায় কাঁপবেন রাজ্যবাসী। তাপমাত্রা আরও কমবে কিনা, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তবে শীত যে এখনই বিদায় নিচ্ছে না, তা স্পষ্ট। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বজায় থাকবে শীতের আমেজ। 

বছরের শেষদিনে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি কম। বিগত ৫ বছরের মধ্যে আজ কলকাতায় শীতলতম ডিসেম্বর। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস কম। জাঁকিয়ে শীতের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢেকেছে পথঘাট। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১০ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন তাপমাত্রার সামান্য হেরফের হলেও শীতের দাপট জারি থাকবে রাজ্যজুড়ে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। 

Continues below advertisement

আর কয়েক ঘণ্টা। তারপরই ক্য়ালেন্ডারে নতুন বছর। ২০২৫কে বিদায় জানানোর পালা, সেইসঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে। নতুন বছরের শেষদিনে কুয়াশার চাদরে মুড়েছে দেশের বিভিন্নপ্রান্ত। সেইসঙ্গে শীতের দাপট জারি রয়েছে। উত্তরপূর্বের গোয়াহাটি, দক্ষিণের কন্য়াকুমারী থেকে বাণিজ্যনগরী মুম্বইয়ে ধরা ধরা পড়েছে সেই ছবি। বছরের শেষদিনে চলছে জাঁকিয়ে শীত উপভোগ।