কলকাতা: টার্গেট ১ কোটি, সময় বাড়িয়েও অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি! সদস্য সংগ্রহে ৫০ লক্ষও পেরোতে পারল না বঙ্গ বিজেপি। ১ কোটির টার্গেট, অর্ধেকের আগেই আটকে গেল বঙ্গ বিজেপি: সূত্র । সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপি নাস্তানাবুদ । ১ মাসে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের । ১০ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে, পুরস্কারের টোপ দিয়েও 'ফেল'! 


কেন্দ্রীয় এজেন্সির 'নিষ্ক্রিয়তা' থেকে আবাসে টাকা 'আটক'। 'বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ'। দলের সক্রিয় নেতাদেরই কাজে না লাগানোর অভিযোগ। এভাবে হবে না, আরও সিরিয়াস হতে হবে: প্রাক্তন সহ সভাপতি। নতুন যখন রাজ্য সভাপতি হবেন, তাহলে এত দেরি কেন? তথাগত। সবটাই দলের সাংগঠনিক বিষয়, এত ভাবার প্রয়োজন নেই, বলেছেন শমীক । ৭৯ হাজার বুথে বিজেপির 'সক্রিয় সদস্য' ৪৪ হাজারেই আটকে গেল। রাজ্যের সব বুথে একজন করেও সক্রিয় সদস্য তৈরি করতে ব্যর্থ! ২৭ অক্টোবর, ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের। ৩০ নভেম্বর, কর্মসূচি শেষ হলেও প্রথমে ৩১ ডিসেম্বর, পরে ১০ জানুয়ারি পর্যন্ত সময়বৃদ্ধি।


অতীতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল উত্তর ২৪ পরগনার আমডাঙা । বাঁশ-লাঠি নিয়ে দু'পক্ষের লোকজন একে অপরের ওপর আক্রমণ করেছিল বলে অভিযোগ । ঘটনায় জখম হয়েছিলেন উভয়পক্ষের ৪ জন। এর আগে বারাসাতের হেলা বটতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্ত ঝরেছিল তৃণমূল কাউন্সিলরের। পুলিশের সামনেই মারপিটে জড়িয়েছিলেন দুই গোষ্ঠীর সদস্যরা। মূল অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা এলাকা ছাড়া ছিলেন।মুহুর্মুহু কিল-ঘুসি। পুলিশের সামনেই ঘিরে ধরে হয়েছিল মারধরের ঘটনা ঘটেছিল। রক্ত ঝরেছিল তৃণমূল কাউন্সিলরের। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে  এভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসাতের হেলা বটতলা।  


তবে শুধু উত্তর ২৪ পরগনা নয়, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছিল মুর্শিদাবাদের ভরতপুর।  এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীদের সম্মুখ সমর থামাতে রীতিমত নাজেহাল হতে হয়েছিল পুলিশকে। দীর্ঘক্ষণের চেষ্টায় প্রচুর পুলিশ কর্মী শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন।


আরও পড়ুন, তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু-আরাবুল !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)