Ducati Bikes: এই বছরর অর্থাৎ ২০২৫ সালে বহু বাইকের মডেল বাজারে আসবে ভারতের। এমনকী এর সঙ্গে পাল্লা দিয়ে বহু গাড়ি ও স্কুটারও লঞ্চ হবে দেশে। ইতালীয় সংস্থা দুকাতি এবার ভারতের বাজারে একটা, দুটো নয়, বরং ১৪টি নতুন বাইক (Ducati Bikes) আনতে চলেছে। আর এই বছরই পরপর এই ১৪টি বাইক লঞ্চ হবে ভারতের বাজারে। ফলে দেখতে গেলে প্রতি মাসেই একটি করে নতুন দুকাতি বাইক আসবে বলেই ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, এই সংস্থা ভারতের (Upcoming Bikes) আরও বহু জায়গায় নিজেদের ডিলার নেটওয়ার্ক বিস্তৃত করতে চলেছে এই বছরে।


১৪টি বাইক লঞ্চ করবে দুকাতি


ডেজার্ট এক্স ডিসকভারি এবং দুকাতির সুপারস্পোর্ট বাইক প্যানিগেল ভি৪ ২০২৫-এর প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসবে। পরবর্তী তিন মাসের মধ্যে বাজারে আসবে প্যানিগেল ভি২ ফাইনাল এডিশন এবং স্ক্র্যাম্বলার ডার্ক। অর্থাৎ এই বছরের প্রথম ৬ মাসের মধ্যেই বাজারে আসবে ৪টি বাইক।


জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ৫টি বাইক লঞ্চ হবে বাজারে। এর মধ্যে রয়েছে ৮৯০ সিসির মাল্টিস্ট্র্যাডা ভি২, স্ক্র্যাম্বলার র‍্যাজোমা। এর সঙ্গে লঞ্চ হবে স্ট্রিটফাইটার ভি৪, স্ট্রিটফাইটার ভি২ এবং প্যানিগেল ভি২। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই এই দুকাতি আরও একটি বাইক আনবে ভারতে।


ডিলার নেটওয়ার্ক বাড়াবে দুকাতি


দুকাতি নতুন বাইক মডেল আনার পাশাপাশি সারা দেশে এর ডিলার নেটওয়ার্ক বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। ভারতের বাজারে সেলস বাড়ানোই এর মূল লক্ষ্য। বর্তমানে দুকাতি শুধু মহানগরগুলিতেই শোরুম করেছে। এখন দেশের মধ্যে দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কোচি, কলকাতা, চণ্ডীগড়, আমেদাবাদে শোরুম রয়েছে দুকাতির। আরও শোরুম বাড়াতে চলেছে এই বাইক নির্মাতা সংস্থা।


জনপ্রিয় বাইকের দাম বেড়েছে


হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের এক্স শোরুম দাম আগে শুরু হত ৭৫ হাজার ৪৪১ টাকা থেকে, এবারে এই দামে বদল দেখা যাবে। হিরো মোটোকর্পের ওয়েবসাইটে নতুন দাম দেখা যাবে। এবার থেকে হিরোর স্প্লেন্ডার প্লাস বাইকের দাম আগের থেকে ১৭৩৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন দিল্লিতে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের এক্স শোরুম দাম হয়েছে ৭৭,১৭৬ টাকা। এটা এই বাইকের প্রারম্ভিক দাম। দেশের বিভিন্ন রাজ্যে এই দামে কিছুটা ফারাক দেখা যেতে পারে। এই বাইকের টপ ভ্যারিয়ান্টের দাম রয়েছে ৭৯,৯২৬ টাকা।


আরও পড়ুন: Cashless Treatment: সড়ক দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লক্ষ টাকার 'নগদহীন চিকিৎসা', নতুন স্কিম আনছে কেন্দ্র


Car loan Information:

Calculate Car Loan EMI