বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) আরও একবার আমফানের (Amphan) ক্ষতিপূরণ (financial aid) নিয়ে বিতর্ক মাথাচাড়া দিল। একই ক্ষতিতে একাধিকবার সরকারি সাহায্য (Government Help) নিয়ে সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। ৪৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বিডিও (BDO)। এদের অনেকেই তৃণমূলের (TMC) নেতা-কর্মী বলে দাবি করে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসকদল। 


এক ক্ষতিতে দু'বার টাকা?


বাংলায় কেন্দ্রীয় দলের (central team) প্রতিনিধিদের পর্যবেক্ষণের মাঝেই এবার দু'-দু'বার সরকারি ক্ষতিপূরণ পেয়েও টাকা না ফেরানোর অভিযোগ উঠল। এই অভিযোগে নন্দীগ্রামে ৪৯ জনের নামে এফআইআর (FIR) দায়ের করলেন বিডিও। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।      


একবার নয়, দু'বার পেয়েছেন আমফানের ক্ষতিপূরণ! নোটিস দেওয়া সত্ত্বেও সেই টাকা ফেরত দেননি অনেকেই। আর তাদের মধ্যে বেশিরভাগই নাকি তৃণমূলের নেতা-কর্মী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল নন্দীগ্রামে। ৪৯ জনের নামে থানায় অভিযোগ করলেন বিডিও। গত ২৩ থেকে ২৫ জানুয়ারির মধ্যে নন্দীগ্রাম ২ ব্লকের বিডিও অখিলেশ সাহা নন্দীগ্রাম থানায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। 


২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নন্দীগ্রামের বিরুলিয়া, বয়াল, আমদাবাদ, খোদামবাড়ি-সহ একাধিক এলাকায়। প্রথমবার ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা সরকারি সাহায্য দেওয়া হয়। অভিযোগ, তারপর আবারও ওই একই ক্ষতির জন্য ৫ থেকে ২০ হাজার টাকা পান অনেকে। আদালতের নির্দেশে সিএজি অডিটের সময় এমন কয়েক হাজার নাম সামনে এসেছিল। নোটিস পাঠানোর পর অনেকেই টাকা ফেরত দেন। নন্দীগ্রাম (২) বিডিও অফিস সূত্রে খবর, এই ৪৯ জনকেও নোটিস দেওয়া হয়েছিল। এফআইআর হতে পারে বলে সতর্ক করেছিল পুলিশও। তারপরেও টাকা ফেরাননি তাঁরা।

এদিকে নন্দীগ্রামের বাসিন্দা উর্মিলা জানার কথায়, 'কীসের টাকা ঢুকেছে বুঝতে পারিনি, খরচ করে ফেলেছি।' শাসকদলের নেতা কর্মীরাই টাকা ফেরাননি বলে অভিযোগ তুলেছে বিজেপি ও সিপিএম। যদিও সেই অভিযোগ উড়িয়ে পাল্টা বিরোধীদেরই নিশানা করেছে তৃণমূল। 


আরও পড়ুন: Howrah News:পরীক্ষার ৪ ঘণ্টার মধ্যেই মোবাইলে ড্রাইভিং লাইসেন্সের কপি, পাইলট প্রকল্প চালু হাওড়ায়

এর আগে নন্দীগ্রামে আবাস যোজনার টাকা পেয়েও নির্দিষ্ট সময়ে বাড়ি তৈরি না করায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার, আমফানে সরকারি সাহায্য়ের টাকা আত্মসাতের অভিযোগ উঠল।