সুনীত হালদার, হাওড়া: পরীক্ষা দিয়ে গাড়ির লাইসেন্স (driving license) পেতে আর দীর্ঘদিন অপেক্ষা নয়। এবার মাত্র চার ঘণ্টাতেই পাওয়া যাবে লাইসেন্স (license to be obtained after 4 hours of exam)।পরিবহণ দফতরের উদ্যোগে এই পাইলট প্রজেক্ট রাজ্যের মধ্যে প্রথম হাওড়ায় (pilot project begins at howrah) চালু হল। সাঁতরাগাছি বাস টার্মিনাসে এই প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।


অনুষ্ঠান...
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ সচিব বিনোদ কুমার-সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রী বলেন, 'পরিবহণ সংক্রান্ত একাধিক নাগরিক পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে। তবে আরও কিছু পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।' কী কী সেগুলি? রয়েছে অনলাইন ডিজিটাল লাইসেন্স পরিষেবা। পরীক্ষা দেওয়ার পর মাত্র চার ঘণ্টার মধ্যে মোবাইলে লাইসেন্সের প্রতিলিপি চলে আসবে যা নিয়ে গাড়ি চালাতে কোনও অসুবিধা হবে না। এর পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে স্মার্টকার্ড লাইসেন্স পৌঁছে দেবে পরিবহণ দফতর। এ ছাড়াও ফ্যান্সি নম্বর দেওয়ার ক্ষেত্রে এবার থেকে নিলাম ডাকবে পরিবহণ দফতর। সেক্ষত্রে যে গাড়ির মালিক সর্বোচ্চ দর দেবেন. তিনিই ফ্যান্সি নম্বর পাবেন। গাড়ি কেনার আগে ফ্যান্সি নম্বর বুক করা যাবে। এর জন্য FIFO(first in first out) পরিষেবা চালু করা হচ্ছে।


কী বলা হল?
মন্ত্রী বলেন, 'দালালরাজ বন্ধ করতেই এই অনলাইন পরিষেবা। যিনি আগে আবেদন করবেন, তিনি আগে পরিষেবা পাবেন। পরিবহণ ব্যবস্থাকে স্বচ্ছ রেখে মানুষকে দ্রুত পরিষেবা দিতেই এই উদ্যোগ। মানুষ মোটর ভেহিকেলস অফিসে না এসেও কাজ করতে পারবেন।' প্রসঙ্গত, নিত্যযাত্রীদের অনেকেরই অভিযোগ, বেআইনি টোটো চলাচলের ফলে যানজট বাড়ছে। এ নিয়ে প্রচুর অভিযোগও আসছে। মন্ত্রীও এদিন বলেন, 'টোটোর জন্য বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে। তাই এবার বেআইনি টোটো রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে সমস্ত জায়গায় বেআইনি টোটো তৈরি হয় সেগুলি বন্ধ করা হবে।' তবে যে ভাবে পরীক্ষা দেওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যেই গাড়ির লাইসেন্স পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, সেটিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, গত বছর থেকে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত নিয়মে বেশ কিছু বদল করেছিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, আর ড্রাইভিং লাইসেন্সের জন্য আরটিওতে যেতে হবে না। ড্রাইভিং ট্রেনিং স্কুলে সার্টিফিকেট থেকেই সহজেই পেয়ে যাবেন ড্রাইভিং সার্টিফিকেট। পরে সেই শংসাপত্রের মাধ্যমে দ্রুত পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স, এমনই বলা হয়েছিল নিয়মে। 


আরও পড়ুন:'মুখ্যমন্ত্রী যে কাগজ দেখাচ্ছেন, তা ১৯৪৩-র আশুতোষ সেনের নথি', এবিপি আনন্দে পাল্টা বিশ্বভারতীর উপাচার্যের