অরিন্দম সেন, আলিপুরদুয়ার : প্রতীক্ষার অবসান । শনিবার অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা হল আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে । এদিন মালদা থেকে ভার্চুয়ালি বন্দে ভারত স্লিপার ট্রেন সহ একগুচ্ছ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডুয়ার্সের আলিপুরদুয়ার জংশন থেকে দক্ষিণ ভারতগামী দুটি এক্সপ্রেস । যার একটি যাবে এসএমভিটি বেঙ্গালুরু ও অন্যটি যাবে মুম্বইয়ের পানভেল স্টেশন পর্যন্ত ।
যদিও এদিন আলিপুরদুয়ার জংশন থেকে এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটির সূচনা হয় আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে । যেখানে ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার দেবেন্দ্র সিংহ ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা । দুপুর ২.১০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায় এদিন ।
অপরদিকে আলিপুরদুয়ার জংশন থেকে মুম্বইয়ের পানভেল স্টেশন পর্যন্ত যাবার অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটির সূচনা হয় শিলিগুড়ি জংশন স্টেশনে । যেখানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । সূচনা মুহুর্তে স্টেশন চত্বরে মোদির জয়ধ্বনিতে ভরিয়ে তোলে বিজেপি সমর্থকরা । ৫ টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তার স্টপেজ দেবে ।
শনিবার মালদায় প্রধানমন্ত্রী তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষকে বঞ্চিত করে রাখার অভিযোগ তোলেন । মালদার বিভিন্ন সমস্যার জন্য তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি । মোদি বলেন, "এখানে না ফ্যাক্টরি তৈরি হচ্ছে, না কৃষকরা কোনও সুবিধা পাচ্ছেন । মালদা-মুর্শিদাবাদের যুবকদের রুজি-রুটির জন্য অন্যত্র যেতে হচ্ছে । এখানকার আম চাষিদের অবস্থা বেহাল । তৃণমূল সরকার এখানে আমের সঙ্গে জড়িত উদ্যোগ বাড়ানোর জন্য ঠিক করে কাজ করেনি । আমের প্রক্রিয়াকরণ নিয়ে কোনও বড় চিন্তাভাবনা দেখা যায়নি । আপনাদের অধিকারের টাকাও আপনাদের দেয়নি ।"
তাঁর আশ্বাস, "আপনারা এখানে বিজেপি সরকার গড়ুন । আমরা মালদা-বাংলার পুরনো গৌবর ফিরিয়ে নিয়ে আসব । এখানে বিজেপি সরকার এলে মালদার কৃষক ও যুবকদের জন্য নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবে । বিজেপি সরকার মালদার আম অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে । এখানে সরকার হওয়ার পর আমরা বাংলায় কোল্ড স্টোরেজের সুবিধা আরও বাড়াব ।"