অরিত্রিক ভট্টাচার্য ও সুনীত হালদার, হাওড়া: হাওড়ার স্টেশনে (Howrah Station) ঢোকার আগে লাইনচ্যুত হল আমতা লোকাল (Amta Local Detailed)। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা (Passengers Got Saved)। এদিন সকাল পৌনে ১০টা নাগাদ ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয় আমতা লোকালের শেষ থেকে ৩ নম্বর কামরা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


কী জানা গেল?
এই ঘটনার সাময়িক একটা প্রভাব পড়ে ট্রেন চলাচলে। ১৯ নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেনটি ঢুকছিল, তখনই ঘটনাটি ঘটেছিল। তবে আশার কথা, ওই কামরায় যাঁরা ছিলেন সেই যাত্রীরা কেউ হতাহত হননি। পরে সেই লাইনচ্যুত কামরাটিকে আবার লাইনে তোলা হয়। তার পর ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে ১৯ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। কিন্তু এই মুহূর্তে ট্রেনটি সরে যাওয়ায় পরিষেবা আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রসঙ্গত কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে থার্ড লাইন তৈরি ও স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার কাজ চলায় ট্রেন পরিষেবা ধাক্কা খেয়েছে একাংশে। কাজ শেষ না হওয়ায় শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক চলবে ২০ তারিখ পর্যন্ত। যার জেরে বাতিল করা হয়বেশ কয়েক জোড়া লোকাল ট্রেন।


কেন যাত্রী দুর্ভোগ ?
কল্যাণী থেকে নৈহাটি স্টেশনের মধ্যে তৈরি হচ্ছে তৃতীয় লাইন। কাজ হচ্ছে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থার। ইতিমধ্যেই শেষ হয়েছে একাংশের কাজ। পূর্ব রেল সূত্রে খবর, বাকি কাজ শেষ করার জন্য শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক থাকবে মঙ্গলবার থেকে ২০ তারিখ পর্যন্ত। আগামীকাল পর্যন্ত এই কাজের জন্য প্রতিদিন বাতিল করা হয়েছে ২৫ জোড়া ট্রেন। শুধু লোকাল ট্রেন নয়, কোপ পড়ে মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনেও। যার জেরে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ তারিখ পর্যন্ত শিয়ালদা মেন সেকশনের কল্যাণী স্টেশন পর্যন্ত চলাচলকারী ১৩ জোড়া ট্রেন বাতিল হবে। কল্যাণী পেরিয়ে যায় এমন লোকাল ট্রেন ৬ জোড়া করে বাতিল হওয়ার কথা। তবে ট্রেন লেট করার সমস্যা গত মঙ্গলবার থেকেই আর থাকবে না বলে আশ্বাস দিয়েছিল পূর্ব রেল। প্রসঙ্গত, সেই দিন থেকেই  শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সময়ে  কোনও ট্রেন যাতে বাতিল না হয় সেদিকে নজর রাখা হয়েছে।