আশাবুল হোসেন ও কমলকৃষ্ণ দে: আমূলের (Amul) জন্মাষ্টমীর বিজ্ঞাপনেও লাগল রাজনীতির (Political) রং। শুক্রবার এই বিজ্ঞাপন সামনে এসেছে, যেখানে বিজ্ঞাপনে লেখা হয়েছে - কেষ্টা ব্যাটাই চোর। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির আবহে, এই বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জন্মাষ্টমীর দিনে একটা বিজ্ঞাপন! যেখানে ক্যাপশন হিসেবে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্যের সেই চেনা লাইন।
কেষ্টা ব্যাটাই চোর! কিন্তু, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিজ্ঞাপন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গরু পাচারের মামলায় সিবিআইয়েরর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । যাঁকে সবাই কেষ্ট ডাকনামেই চেনেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বরাবর এই নামেই ডাকেন।
বঙ্গ রাজনীতির কেষ্ট যখন দুর্নীতির অভিযোগে বন্দি। তখনই বিজ্ঞাপনের এই স্লোগান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ সেই পূণ্য তিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী৷ মাখনচোর শ্রীকৃষ্ণকে অনেকেই কেষ্ট বলে থাকেন। কিন্তু, বিতর্কে বিজ্ঞাপনের কেষ্টা! আপাতত তোলপাড় সোশাল মিডিয়া।
উল্লেখ্য, এদিকে মথুরা থেকে বৃন্দাবন। দিল্লি থেকে কলকাতা। দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী৷ মায়াপুর ইস্কন মন্দিরেও পালিত হয় দিনটি৷ সব জায়গাতেই দিনভর ছিল ভক্তদের ভিড়।তিথি অনুযায়ী বেলুড় মঠে জন্মাষ্টমীর পুজো হয় গতকাল সন্ধেয়।
জন্মাষ্টমী। কৃষ্ণের জন্মোৎসব। ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ সেই পূণ্য তিথির স্মরণে দেশজুড়ে পালিত হল জন্মাষ্টমী৷ মথুরা জন্মাষ্টমী পলক্ষে ভিড় ছিল কৃষ্ণজন্মভূমি মথুরাতে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত ভিড় করেন এই পুণ্যভূমিতে৷ শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন এবং দ্বারকাতেও জন্মাষ্টমী পালিত হয় ধুমধাম করে৷
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত সাড়ম্বরে পালিত হয় দিনটি। গোটা দেশের পাশাপাশি, এ রাজ্যের বিভিন্ন প্রান্তেও পালিত হয় শ্রীকৃষ্ণের জন্ম তিথি। জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে ভক্তদের ভিড় কলকাতার ইসকন মন্দিরে। কলকাতা ছাড়া বিশ্বের ১৭০টি দেশে ইসকন মন্দিরে পালিত হচ্ছে দিনটি।
নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরেও মহা সামারহে শুক্রবার সকাল থেকে পালিত হয় জন্মাষ্টমী মহোৎসব। দিনভর ছিল দেশি-বিদেশি ভক্তদের সমাগম। তিথি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধেয় বেলুড় মঠে হয় জন্মাষ্টমীর পুজো। সন্ধ্যারতির পর শ্রীকৃষ্ণের মূর্তিতে মাল্যদান এবং পূজাপাঠ হয়। অন্যদিকে, মিন্টোপার্কের কাছে ইসকন মন্দিরে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।