সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: মেদিনীপুরের (Midnapore) এক অঙ্গনওয়াড়ি কর্মীকে গালিগালাজ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) আরবান সুপারভাইজারের (Urban Supervisor) বিরুদ্ধে। যদিও তা মানতে নারাজ অভিযুক্ত সুপারভাইজার। জেলার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (Child Development Project) অফিসার জানিয়েছেন, এবিষয়ে তদন্ত করে তার রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ: এক অঙ্গনওয়াড়ি কর্মীকে গালিগালাজ। অভিযোগের তির পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) আরবান সুপারভাইজারের দিকে। মেদিনীপুর শহরের আস্তানাপুকুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মুনমুন দাসের দাবি, সম্প্রতি তাঁদের কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জেলার আরবান সুপারভাইজার প্রজ্ঞা পারমিতা দাস। পরদিন মুনমুনকে নিজের দফতরে ডেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজকর্ম নিয়ে তিনি গালিগালাজ করেন বলে অভিযোগ।


শুধু মুনমুন দাসই নন, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আরও কয়েকজন কর্মীর অভিযোগ, বিভিন্ন সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন সুপারভাইজার। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন অভিযুক্ত সুপারভাইজার। এ বিষয়ে জেলার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার জানিয়েছেন, অভিযোগকারী অঙ্গনওয়াড়ি কর্মী অন্য সুপারভাইজারের অধীনে কাজ করবেন। পাশাপাশি গোটা বিষয়টি তদন্ত করে তার রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


ঘাটালে পানীয় জলের সমস্যা: এদিকে ঘাটালে পঞ্চায়েত এলাকার পর এবার পুর-এলাকায় পানীয় জলের সমস্যা। এই সমস্যাকে হাতিয়ার করেই তৃণমূল (Trinamool Congress) পরিচালিত ঘাটাল পুরসভার বিরুদ্ধে ময়দানে নেমেছে বামেরা। ১৭ নম্বর ওয়ার্ডে সিপিএমের (CPIM) তরফে লাগানো হয়েছে পোস্টার। অভিযোগ, বছর তিনেক ধরে এই ওয়ার্ডে পানীয় জলের সমস্যা চলছে। পুরসভার তরফে পর্যাপ্ত জল সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ। পানীয় জলের সমস্যার কথা মেনে নিলেও সিপিএমের বিরুদ্ধে এই নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান। দ্রুত জল সমস্যা মেটার আশ্বাস দিয়েছেন তিনি। 


আরও পড়ুন: Cooch Behar TMC: কোচবিহারে তৃণমূলের কোর কমিটির বৈঠকে গরহাজির জেলা চেয়ারম্যান, কটাক্ষ বিজেপির