আবির দত্ত, কলকাতা: আনন্দপুরের নোনাডাঙায় তরুণের রহস্যমৃত্যু। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে অনুমান পরিবারের। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুুলিশ।


ডিলিট করে দিয়েছিলেন মোবাইল ফোনের কনট্যাক্ট লিস্ট...। মুছে দিয়েছিলেন সব ছবি...। পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় মোবাইল ফোন চার্জে বসিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।সোমবার সকালে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। আনন্দপুরে তরুণের রহস্যমৃত্যু। মৃতের নাম আকাশ শর্মা (২০) বাড়ি, আদর্শনগ বিজয়কলোনিতে। 


পরিবারের সূত্রে খবর, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে বাড়ি ফেরেনি আকাশ। এদিন সকালে আনন্দপুর থানায় মিসিং ডায়েরি করতে গিয়ে পুলিশের কাছে জানতে পারেন, নোনাডাঙায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। পরিবারের দাবি, এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তরুণের। সম্পর্কের টানাপোডেনের জেরেই এই ঘটনা বলে অনুমান। মৃত্যুর নেপথ্যে কী রহস্য রয়েছে, খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।