নয়াদিল্লি :  ফেব্রুয়ারির শুরুতে  সংসদের বাজেট অধিবেশনে ( Parliament Budget Session  )আদানি ( Adani ) ইস্যুতে  তুলকালাম চলে। সে সময় বিরোধীদের শোরগোলে সংসদে একাধিক দিন অধিবেশন মুলতুবি হয়ে যায়।  সে সময়ও সংসদের অন্দরের রণকৌশল ঠিক করতে, বিরোধীদের বৈঠকে ডাকে কংগ্রেস। কিন্তু সেই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল( TMC )। এবার হল তাই। 


সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও বিরোধী বৈঠকে নেই তৃণমূল। কংগ্রেসের ডাকা বৈঠকে ১৬ দল থাকলেও গরহাজির তৃণমূল। মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে হাজির সিপিএম, আরজেডি, জেডিইউ, উদ্ধবের শিবসেনা, এনসিপি সহ ১৬ দল আছে। কিন্তু নেই ঘাস ফুল শিবির।  অন্যদিকে সংসদে রণকৌশল ঠিক করতে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রীও ।                                               


আরও পড়ুন :


রাহুলের কেমব্রিজ বক্তব্য নিয়ে বিতর্ক, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনেই মুলতুবি লোকসভা




গত মাসে আদানি ইস্যুতে JPC অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি করে সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ধর্নায় অংশ নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও মহুয়া মৈত্র। তবে তৃণমূল কংগ্রেসের ডাকা বৈঠকে যায়নি। সোমবারও অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে ধর্নায় বসে তৃণমূল । 


 আদানি ইস্যু নিয়ে শোরগোলে বাজেট অধিবেশনের প্রথমার্ধের অনেকটা সময় নষ্ট হয়।  সোমবার কেন্দ্রীয় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়। এবার অধিবেশনের মূল ফোকাস থাকবে  Finance Bill পাস করার উপর । সেই সঙ্গে  রাজ্যসভায় মোট ২৬টি এবং লোকসভায় ৯ টি বিল পড়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের অধিকাংশই পঞ্চায়েতি রাজ, পর্যটন, রেলওয়ে, স্বাস্থ্য ও সংস্কৃতি সহ মন্ত্রকের অনুদান সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে ব্যয় করাই লক্ষ্য। এদিন কংগ্রেস  নেতা অধীর চৌধুরী এবং ডিএমকে নেতা টিআর বালু ওয়াক আউট করেন । স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে BAC মিটিং বয়কট করেন তাঁরা। 


যদিও অধিবেশনের প্রথম দিনেই কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর লন্ডনের ভাষণ নিয়ে তুমুল হট্টগোল বাঁধে। সংসদের দুই কক্ষেই রাহুলকে ক্ষমা চাইতে বলে বিজেপি। রাজ্যসভা এবং লোকসভা উভয়ই আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়।