কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা: উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য করার দাবি কি আবার জোরালো হবে? বিজেপির তরফে অনন্ত মহারাজকে (Ananta Maharaj)রাজ্য়সভার প্রার্থী করা হয়েছে, তারপরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে। বিধানসভায় মনোনয়ন জমার দিন এই নিয়ে প্রশ্ন করা হলে, জল্পনা জিইয়ে রাখেন অনন্ত মহারাজ। 


বিজেপির তরফে রাজ্য়সভার প্রার্থী হিসাবে বৃহস্পতিবার অনন্ত মহারাজ মনোনয়ন জমা দেন। তারপর থেকেই এই প্রশ্ন উঠেছে। অঙ্কের নিরিখে এবার বাংলা থেকে বিজেপির একজনকে রাজ্য়সভায় পাঠানো নিশ্চিত। তাই অনন্ত মহারাজ যে রাজ্যসভায় যাচ্ছেনই তা কার্যত সময়ের অপেক্ষা। এদিন তাঁর মনোনয়ন পেশের সময় সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, (Suvendu Adhikari) নিশীথ প্রামাণিক সকলেই উপস্থিত ছিলেন!
গত বছর, বাংলা ভাগ ইস্যুতে যখন তোলপাড় গোটা রাজ্য, তখন ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছিলেন অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজ বলেছিলেন, '২০১৫ সালে উত্তরবঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়, উচ্চপর্যায়ের সচিবদের নিয়ে বৈঠক হয়। আমার ডাকা বৈঠক করি, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আমাদের কেন্দ্রশাসিত রাজ্য বানিয়ে দেবে। আমাদের অপেক্ষা করতে বলেছেন। সেই অপেক্ষায় আমরা আছি। অমিত শাহ (Amit Shah) বলেছেন, আমার হাতে পাওয়ার দেবে।'


এই বৃহস্পতিবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পর, বাংলা ভাগের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে, কৌশলে উত্তর ভবিষ্যতের গর্ভেই ঠেলে দিয়েছেন অনন্ত মহারাজ। এই বিষয় নিয়ে জিজ্ঞেস করলে অনন্ত মহারাজ বলেন, 'সময় আসুক বলব।' বাংলা ভাগ নিয়ে তাঁর অবস্থান একই রয়েছে কিনা তা প্রশ্ন করতেই তিনি বলেন, 'সময় আসুক বলছি। সময়ে বুঝতে পাবেন।' 


যে নিশীথ প্রামাণিককে একাধিকবার অনন্ত মহারাজের বাড়িতে যেতে দেখা গেছে, পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ফলপ্রকাশের দিনও যিনি অনন্ত মহারাজের সঙ্গে দেখা করে এসেছেন, এদিন বাংলা ভাগের দাবি প্রসঙ্গে তিনিও প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। পৃথক উত্তরবঙ্গের দাবিতে বারবার সরব হয়েছেন উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক। যদিও অনন্ত মহারাজের মনোনয়ন পেশের দিনে, অখণ্ড বাংলার পক্ষেই সওয়াল করতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতিকে। 
 
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অনন্ত মহারাজের প্রতি অসম্মান করছি না। বিজেপির বার্তা, বঙ্গভঙ্গের পথে যাচ্ছে তারা। এমনিতেই উত্তরবঙ্গের বিজেপি নেতারা বারবারই এসব বলেন। তবে বঙ্গভঙ্গের চেষ্টা হলে বাংলা প্রতিরোধ হবেই।'


বাংলা থেকে ৬টি রাজ্যসভার আসন খালি হচ্ছে। একটি আসনে পুনর্নিবাচন হবে। মোট সাত আসনের মধ্যে ছয় আসনে তৃণমূলের জয় নিশ্চিত। সপ্তম আসনে জিততে চলেছেন বিজেপির অনন্ত। 


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial