আমতা: আনিস মৃত্যুর (Anis Khan Death Update) তদন্তে আমতা থানায় (Amta Police Station) সিট। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহর নেতৃত্বে সিট গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে গঠিত সিটের প্রতিনিধি ডিআইজি সিআইডি মিরাজ খালিদ পৌঁছলেন আমতা থানায়। 


২ দিন পার। আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা। অধরা অভিযুক্তরা। এই পরিস্থিতিতে যখন ঘনাচ্ছে রাজনৈতিক তরজা, তখনই প্রয়াত ছাত্রনেতার পরিবারের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এই মৃত্যুর তদন্তে সিট গঠনের কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।' সোমবার এমনটাই 'কথা' দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 


এ দিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন,  নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।' ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে সিট। এ দিন পরিবারকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ' ঘটনায় যে-ই দোষী হোক, তদন্ত নিরপেক্ষভাবেই সম্পূর্ণ হবে। আমিও যদি দোষী হই, আমি আমাকেও ছেড়ে কথা বলব না। এসব ঘটনা পছন্দ করি না। এ বিষয়ে আনিসের পরিবারকে বলব আপনারা বিশ্বাস রাখুন।' 


কলকাতার গণ্ডি ছাড়িয়ে আনিস খুনের (Anis Khan) আঁচ রাজধানীতেও। দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখালো এসএফআই (SFI)। অন্যদিকে কলকাতাতেও কলেজ স্ট্রিটে আনিস খুনের প্রতিবাদে মিছিল করে এসএফআই, ও এআইডিএসও। ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Death) মৃত্যুর প্রতিবাদের আঁচ ক্রমেই ছড়িয়ে পড়ছে সর্বত্র। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে একাধিক ছাত্র সংগঠন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএফআই এদিন একটা নাগাদ বিক্ষোভ দেখায়। জেএনইউ (JNU) থেকে বেশ কিছু পড়ুয়া মিছিল করে বঙ্গভবনের দিকে যায়। পূর্ব নির্ধারিত জমায়েত রুখতে বঙ্গ ভবনের আগেই একটি বাস রেখেছিল দিল্লি পুলিশ। আন্দোলনরত পড়ুয়াদের আটক করা হয়।