কলকাতা: আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে পুলিশ প্রশাসন।  যদিও নিহত আনিসের বাবা সালেম খান, এই পদক্ষেপে সন্তুষ্ট নন। তিনি জানান, আজ যাঁদের সাসপেন্ড করা হয়েছে, কাল হয়ত তাঁদের অন্য থানায় নিয়ে যাওয়া হবে। এখনও সিবিআই তদন্তের দাবিতে তিনি অনড়। 


আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল প্রশাসন।  সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে ও হোমগার্ড কাশীনাথ বেরাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।


আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। সূত্রের খবর, আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল। এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে আজ ভবানীভবনে তলব করেছেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। 


উল্লেখ্য, হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর পর তিনদিন পার। এখনও অধরা অভিযুক্তরা। গতকালই মুখ্যমন্ত্রী তদন্তে সিট গঠন করেছেন। রাতে আমতা থানায় যান সিট-এর সদস্যরা। ঘটনার দিনের থানার পুলিশ কর্মীদের ডিউটি রোস্টার পরীক্ষা করে দেখেন তাঁরা। কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী সিট ঘোষণা করলেও আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড়। 


এই ঘটনার প্রতিবাদে আজ সকালে বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। মিনিট ২০ অবরোধ করা হয়। শিক্ষাবিদ মীরাতুন নাহার প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আনিস নিরাপত্তা পেল না কেন? এর জবাব দেওয়ার দায় তাঁর। না হলে চাকরি দেওয়ার লোভ দেখানো বা গদিতে থাকা তাঁর জন্য অশোভন বলে গণ্য হওয়া উচিত।