রঞ্জিত সাউ, কলকাতা: আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) পাইপ বেয়ে পালাতে গিয়ে মৃত্যু হয়েছে, এই দাবি করেছেন তৃণমূল (TMC) বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। তাঁকে পাল্টা আক্রমণ করে দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রশ্ন, ‘উনি কি ওখানে উপস্থিত ছিলেন?’ বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতির দাবি, ‘এবার সিট-এর উচিত সওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা।’ 


গতকাল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা দাবি করেন, ‘সিট-এর তদন্ত হচ্ছে। পুলিশ যখন যায় তখন আনিস পাইপ বেয়ে নামার চেষ্টা করে, তা থেকে পড়ে যায় আনিস।’ 


গত ৫ মার্চ দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরে তৃণমূলের একটি জনসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। সেখানে তাঁকে ছাত্রনেতার মৃত্যু নিয়ে মুখ খুলতে দেখা যায়। তৃণমূল বিধায়কের এই মন্তব্যই ভাইরাল। এরপরই শাসক দলের বিধায়কের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃত ছাত্রনেতার বাবা। কীভাবে তদন্ত শেষের আগেই তৃণমূল বিধায়ক এমন কথা বললেন, সেই প্রশ্ন তুলেছে আনিসের পরিবার। 


আনিসের দাদা সাবির খান বলেছেন, ‘দেখুন তো কোথায় এখানে পাইপ আছে! সিট কি আগে রিপোর্ট দিল ওঁকে? এখানে বডি পড়েছিল। সিট কি তদন্ত করতে পারছে না? নাকি আগে সওকতকে রিপোর্ট দিচ্ছে সিট?’


আরও পড়ুন আনিসের বাড়ি গিয়ে সিট-তদন্ত নিয়ে খোঁচা অধীরের, সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার


আনিসের মৃত্যুর পরপরই কোনও কোনও মহল থেকে এই রেন পাইপ তত্ত্ব সামনে আনার চেষ্টা হয়েছিল! এবার একই দাবি করলেন সওকত। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। 


বিতর্ক শুরু হতেই সাফাই দেওয়ার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক। সওকতের দাবি, ‘আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী সিট গঠন করেছেন সঠিক তদন্তের জন্য।’


১৮ ফেব্রুয়ারি গভীর রাতে মৃত্যু হয় আনিস খানের। এই ঘটনার তদন্তে ২১ তারিখ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে রাজ্য সরকার। সোমবার ফের ছাত্রনেতার বাড়ি, আমতার সারদা দক্ষিণ খাঁপাড়ায় যান সিটের তদন্তকারীরা। সঙ্গে ছিলেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞও।


এদিকে, ছাত্রনেতার হত্যাকাণ্ডের ঘটনায় আনিসের দাদাকে হুমকি ফোনের অভিযোগে ধৃত সারোয়ার হোসেনের পাঁচদিনের পুলিশ হেফাজত হয়েছে।