পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ : রহস্যজনক ভাবে মৃত ছাত্রনেতা আনিস খানের (Anish Khan Death) বাড়িতে গিয়ে ফের তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিটের (SIT) গোয়েন্দারা। আনিসের প্রতিবেশীদের বয়ানও রেকর্ড করেছে সিট। আনিসের বাড়িতে গিয়ে সিটের তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী (Adhir Choudhury)। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল (TMC)।


ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হল কীভাবে? খুন, দুর্ঘটনা না অন্য কিছু? এখনও কাটেনি রহস্যের জট। যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। শনিবার ফের তাঁরা আনিসের বাড়িতে যান। ১৮ ফেব্রুয়ারি রাতে ঠিক কী ঘটেছিল? সেই সময় আনিসের পরিজনরা বাড়িতে কে কোথায় ছিলেন? পরিবারের সদস্যদের কাছে তা ফের জানতে চান সিটের সদস্যরা। এরপর আনিসের প্রতিবেশীদের বয়ান রেকর্ড করা হয়।


সিটের তৎপরতার মধ্যেই পুলিশকে ফের কাঠগড়ায় তুলেছেন আনিসের বাবা। আনিসের বন্ধুবান্ধবদের থানা থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগও করেছেন আনিসের বাবা সালেম খান। এই অভিযোগের প্রেক্ষিতে, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের দাবি, এবিষয়ে তাদের কিছু জানা নেই। অভিযোগ লিখিত ভাবে দিলে তা অবশ্যই তদন্ত করে দেখা হবে। এদিকে, সিটের তদন্ত নিয়ে ফের অনাস্থা প্রকাশ করেছেন আনিসের বাবা। সালেম খান বলেছেন, 'সিটের তদন্তে আমাদের ভরসা নেই। ১৪ দিন দেখব। দরকারে সুপ্রিম কোর্টে যাব। পোস্টমর্টেম রিপোর্ট দিচ্ছে না। এরপর সিটকে আর সহযোগিতা করব না। আমাদের সিবিআই চাই।'


শনিবার দুপুরে আমতায় আনিসের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে থাকা এ চেল্লাকুমার, এলাকার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। আনিসের বাবার সঙ্গে কথা বলার পরে সিটের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। অধীর চৌধুরী বলেন, 'সিট হচ্ছে ললিপপ। আমরা বিষয়টাকে দিল্লিতে নিয়ে যাব। রাষ্ট্রপতিকে বলব। জাতীয় মানবাধিকার কমিশনে যাব। রিজওয়ানুরের সময় বর্তমান মুখ্যমন্ত্রী আওয়াজ তুলেছিলেন। এখন আর ভোট নেই। তাই তিনি চুপ। সিবিআই চাই।'


আনিসের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের দাবি বিজেপিরও। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন। এদিকে, তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'সিট তদন্ত করছে। সিবিআই এর দৌড় জানা আছে।'  এর মাঝেই আনিসের হত্যাকাণ্ডের প্রতিবাদে, রবিবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে পার্ক সার্কাস মোড় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। 


আরও পড়ুন- কাটল জটিলতা, কবর থেকে তোলা হল আনিস খানের দেহ