কলকাতা: আনিস খুনে এবার পাল্টা পথে নামছে তৃণমূল। কাল রামলীলা পার্ক থেকে গান্ধী ময়দান মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ। আনিস খুনে সিবিআই তদন্তের দাবিতে আজ পাঁচলায় পুলিশ সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কাল আনিসের দেহ আনতে যাবে পুলিশ।


ছাত্রনেতা আনিস খুনে উত্তাল বাংলা। মিছিল থেকে থানা ঘেরাও। বিচার চেয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি। এরই কার্যত পাল্টা হিসেবে, এবার কলকাতার রাজপথে নামছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার মৌলালির রামলীলা পার্ক থেকে গান্ধী মূর্তি পর্যন্ত হবে মিছিল। আনিসকাণ্ডে সোমবার সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


গত ২১ ফেব্রুয়ারি একটি বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, আমাকে ইলেকশনে অনেক সাহায্য করেছে, ও আমাদের খুব ফেভারিট ছেলে।


আনিসকাণ্ডে সোমবার সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সিটের তদন্তে আস্থা রাখে  হাইকোর্ট। এই প্রেক্ষাপটে আমতার ঘটনায় রাজনীতি করার অভিযোগ তুলে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। 


রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের কথায়, আনিস খান নিয়ে হাইকোর্টের নির্দেশ আছে কিছু বলা যাবে না। আগের যা অবস্থান তা আবার বলছি, ১৫ দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ রিপোর্ট পৌঁছে যাবে। খুব তাড়াতাড়ি  সিটের রিপোর্ট পেয়ে যাবেন।


এ দিকে, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সোমবার কবর থেকে তোলা হবে আনিসের মৃতদেহ। এর আগে শনিবার ভোরে দেহ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে ফিরতে হয় পুলিশকে। 


সিটের তরফে সকাল আটটায় যাওয়ার কথা বলা হলেও, সকাল দশটায় আসতে বলেছে আনিসের পরিবার। সূত্রের খবর, ছাত্রনেতার মৃতদেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। আদালতের নির্দেশমতো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত।


এ দিকে আনিস হত্যার প্রতিবাদে পাঁচলায় এসপি অফিসের সামনে এদিন ফের চলে বিক্ষোভ। নেতৃত্ব দেন ফুরফুরা শরিফের পিরজাদা কাসেম সিদ্দিকি।