কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মাঝে কেটে গিয়েছে ১০ দিন। তদন্তপর্ব এগোলেও আনিস খানের মৃত্যুতে (Anish Khan Death) দ্রুত ন্যায়বিচারের দাবিতে এখনও উত্তাল রাজপথ। কলকাতা (Kolkata) থেকে জেলা, বিভিন্ন জায়গায় কার্যত রোজই পথে নামছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার কলকাতায় আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে জোড়া মিছিল হয়। অভিযুক্তদের শাস্তির দাবিতে ফের পথে নামল বাম ছাত্র ও যুব সংগঠন (Left) এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।
শিয়ালদা (Sealdah) থেকে থেকে বাম ছাত্র-যুব সংগঠনের মিছিল যায় কলেজ স্ট্রিট (College Street) পর্যন্ত। এরপর কলেজ স্কোয়ারে (College Square) সভা করে তারা। এদিন শিয়ালদা থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল করে ISF। নেতৃত্বে ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। শিয়ালদা থেকেই আবার SFI, DYFI-এর একটি মিছিল যায় কলেজ স্ট্রিটের দিকে। আন্দোলনের পথ আলাদা হলেও, শিয়ালদায় SFI, DYFI-এর নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ISF বিধায়ক। বিকেলে কলেজ স্ট্রিটে বাম ছাত্র-যুবর প্রতিবাদ সভামঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন ছাত্র পরিষদকেও। উপস্থিত ছিলেন বিজেপিত্যাগী অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ও। আনিস খানের মৃত্যু ঘিরে তপ্ত রাজ্য রাজনীতিও। গতকালই ছাত্রনেতার মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে তুলে মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।
আদালতের নির্দেশে সোমবার SSKM মেডিক্যাল কলেজে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় মৃত ছাত্রনেতা আনিস খানের দেহের। কিন্তু মৃত্যুর ১০ দিনের মাথায় কতটা ফলপ্রসূ হবে দ্বিতীয় ময়নাতদন্ত ( Post Mortem )? তা নিয়েই চিন্তায় ফরেন্সিক বিশেষজ্ঞদের (Forensic Expert) একাংশ। গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। পরিবার অভিযোগ তোলে পুলিশই (Police) মেরেছে তাদের ছেলেকে। এরপর মৃত্যুর সঠিক কারণ জানতে, আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেইমতো অবশেষে মৃত্যুর দশ দিনের মাথায় হয় দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত।
আরও পড়ুন- আনিসের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত থেকে নতুন তথ্য সামনে আসবে কি? সংশয়ে বিশেষজ্ঞরা, কেন